পাতা:আনন্দ রহো.djvu/৬৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( নেপথ্যে পদ শব্দ ) ২য় সৈ—ওরে চুপ, কার পর আওয়াজ পাচি । ১ম সৈ—তারে দুঃশালা ! নারে পর তাওয়াজই বটে। ( মানসিংহের প্রবেশ ) মান—বাদসা এত প্রসন্ন কালই বে দেবেন—যবমের সঙ্গে তে৷ কুটুম্বিভে করেছি। ১ম সৈ-চুপ । ২য় সৈ-লুসিয়ার। মান—বাদসার অপরাধ কি, তবে কেন রাজপুত বিগ্রহে যোগ দিই । ( লহনার প্রবেশ ) লহ-(স্বগত) কে কাটবে দেখি, আমার ও তো দরকার আছে । ( দুইজন সৈনিক মনসিংহকে তাত্রিমণ, ও রক্ষডাল হইতে “আনন্দ রহে ! আনন্দ রহে৷” ! ! সৈনিক দিগের হস্ত হইতে অসি পতন, ও লছনর মৃচ্ছ" ) মান—একি ! সৈ দ্বয়—রাজ মন । মন—তোমরা হেথ য় কেন ? ১ম সৈ—বাদস আমাদের এখানে রেখে গেছেন । মন—তোমাদের শ্রেণীর সংখ্যা দেখে বোধ হচে তোমরা আমার অধীনস্থ, তামার সঙ্গে এস । ২য় সৈ—বাদস আমাদের রেখে গেছেন । মান—যদি মৃতু্য কামনা না কর আমার সঙ্গে এস । বেতা—ওরে একে সঙ্গে করে নিলিনি, এ যে পড়ে গেছে । মান—একি ! লহন ! বিষপাত্র পূর্ণ হয়েছে ; আমি যেমন কুলাঙ্গার আমার কন্য। আমার উপযুক্ত। “আনন্দ রহে৷” ! তুমি যেই হও, একদিন তোমায় আমি মৃণা করেছি আজ তুমি সামার জীবনদাতা ।