পাতা:আনন্দ রহো.djvu/৮২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( १9 ) খসরু দেবে, কিন্তু খসরু মুসলমান উপকার মনে রাখবে কি ? দেখা যাক-সতর্কত ! ( প্রস্থান ) (নেপথ্যে—“আনন্দ রহে ! আনন্দ রন্থে।” !! পঞ্চম অঙ্ক । চতুর্থ গভঙ্কি । বাপ তট । سمسمستحسنتينية جينز تيتيتي تمت سبع سـ. ( যমুনা তাসীন ) > – গতি | زي রাগিণী খটুভৈরবী—তাল যৎ । যমুনা—পাষণী পাষাণের মেয়ে,বাদ সেধেছ আমার সনে। পুষ্পাঞ্জলি দিয়ে পায়ে মনের সাধ মা রইল মনে ॥ রাঙ্গী চরণ পূজে তারা, নয়ন তার হলেম হারা। দেখ মা তারা তাপ হর, বঞ্চিত বাঞ্ছিত ধনে ॥ (কানুনের প্রবেশ ) কানু-দিদি এই অন্ধকারে একা বসে গান কচ্চে, উঃ আকাশে একটা তার নেই, বিদ্যুৎগুলো যেন লড়াই কত্তে কত্তে তাকাশটা মেপে চলেছে, এস ভাই ঘরে এস । যমু-দিদি অন্ধকার যামিনী ভিন্ন আমার এ গান শোনাব করে ? চাদ শুনলে মলিন হবে, ভাই, মেঘ আপনার প্রাণ ধুয়ে দেবে, So