পাতা:আনবারশোহেলি.djvu/১০৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আনবারশোহেলি । よ、G。 জানিতে শক্য হয় না, এবং ঐ ধন অতি শীঘু তাহার স্তচু্যুত হয়। অতএব তোমরা আলস্য ত্যাগ করিয়া । এই যে বাণিজ্য ব্যবস্থা আমি চিরকাল করিতেছি ইহাতে প্রবৃত্ত হও । পরে জ্যেষ্ঠ পুত্র কহিতে লাগিলেন, হে পিত আপনি অtমাদিগকে বাণিজ্য করিতে আজ্ঞা করিতেছেন, কিন্তু ইহ। ঈশ্বর পরায়ণের বিপরীত কথন হইতেছে, আর আমি ইহা নিশ্চয় স্থাত আছি, যে আমার অদৃষ্টে যাহা আছে তাল অবশ্যই হইবেক, আর আমার অদৃষ্টে যাহা নাই তাছা চেষ্টা করিলেও কদাচ হইবেক না । অদৃষ্টে আছয়ে যাহা, কালেতে ফলয়ে তাছা, শাস্ত্রে ইহা আছিয়ে লিখন । কপালে না থাকে যাহা, কদাচ না ফলে তাহা, বৃথা তার কর অকিঞ্চন । অতএব আমি কোন ব্যবসা করি কিম্ব না করি, যfছ। অদৃষ্টে আছে তাহা কখন খণ্ডন হইবেক না । ইহার প্রমাণ এই, দুই রাজ-পুত্রের ইতিহাস। এক ব্যক্তি সমগ্র পিতৃ ধনাধিকারী হইয়াও তাহ হইতে &্যুত হইলেন ও অন্য ব্যক্তি অদৃষ্টtধীন হইয়াও অনায়াসে তদ্ধনাধিকারী হইলেন । পরে পিতা জিলন করিলেন, যে সে কি প্রকার P । ২ গল্প। পরন্তু পুল কহিতে লাগিলেন, যে হলৰ নামক দেশে সদ্বিবেচক ও বোদ্ধ। এক ভূপতি ছিলেন।