পাতা:আনবারশোহেলি.djvu/১১৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১ e ৬ আনবারশোহেলি । ই হার মধ্যেতে কিছ দেখ চমৎকার । আহার কারণে বহু ব্যক্তি হাহাকার । ক্ষধtভ যাহার। তার কান্দে অতিশয় । ভাগ্যমন্ত জনে করে পাষাণ হৃদয় । - ঐ মৎসরী ইন্দুর অtহলাদে বিহ্বল হইয়। এই মনুস্তরের বিষয় কিছুই জানিত না । অনন্তর ঐ চাল। এই আকালের কিছু দিনু গতে অতিশয় ক্লেশিত হইয়। ঐ শস্য গৃহ দ্বার মোচন করত দেখিলেক, যে তত্রস্থ শস্যের অনেক ক্ষতি হইয়াছে । পুরে দীর্ঘ নিশ্বাস পরিত্যাগ পূর্বক খেদ করিয়া কহিতে লাগিল, যে অসাধ্য বিষয়ে ক্রন্দনাদি করা বুদ্ধিমান ব্যক্তির কর্ত্তব্য নহে, এইক্ষণে অবশিষ্ট যাহ। আছে তাহা স্থানান্তর করা উচিত । পরে তাছ। বাছির করিতে লাগিল, তৎকালে ঐ অহঙ্কারী ইন্দুর নিভিত ছিল। তৎ, সমভিব্যtহারি যে সকল লোভী ছন্দুর তথায় থাকিত, তাহার মধ্যে এক বুদ্ধিমান ইন্দুর ঐ চাসার গমনাগমন জন্য পায়ের শবদ শুনিয়। তাছার কারণ জ্ঞাত হইবার জন্যে উপরে উঠিল । *পরে তা হার বিশেষ জ্ঞাত হইয়। তৎক্ষণাৎ নীচে গমন করত আপন বন্ধ দিগকে ঐ সকল সমাচার জানাইয়। ঐ কাল্পনিক প্রভুকে একাকী রাথিয়। সকলে স্বস্বস্থানে গমন করিল। আহার কারণে বন্ধ হয়ে ছিল যার । অtহার বিহনে দেখ বন্ধ নছে তার।