পাতা:আনবারশোহেলি.djvu/১২৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>ჯNb আনবারশোহেলি । রাজ্য প্রাপ্ত হইল, আর অন্য ব্যক্তি বর্ত্তমান সুখে অলস হইয়া দুঃখী ও পরাধীন হইল । কারকট কহিলেক যে সে কিপ্রকার P । ৩ গল্প । পরে দমনক কহিতে লাগিল, যে কোন দেশীয় সালেম ও গালেম নামে দুই বন্ধ, ঐক্য হইয়। দেশ বিদেশ ভ্রমণ করতঃ কোন এক উচচ পর্ব্বত সমীপে উপস্থিত হইলেন । ঐ প্লবর্বভের নীচে এক ক্ষুদ্র নদী ছিল, তাহার নীর পরম সুন্দরিন্দ্রর মুখ লাবণ্যের ন্যায় নির্ম্মল ও পরম সুন্দরী কুলবধুর বাক্যের ম্যায় সুমিষ্ট হইয়াছে। ঐ নদীর সমীপে সরব বন তাহাতে বৃক্ষণদি নানা জাতীয় পুফেপর দ্বার সুশোভিত এক সরোবর ছিল । সরোবর শোভ। কিছু করি বিবরণ। এক পাশ্বে শোভা পায় পথেপর কানন । আর পাশ্বে সরল পাদপ সূশোভিত । তাহাতে মাম্বল লত। তাছয়ে বেষ্টিত । অনন্তর ঐ দুই বন্ধ নানা প্রকার সভয় কাননাতিক্রম করিয়া ঐ সরোবর নিকটে উপস্থিত হওনে ঐ স্থানে উত্তমত। দর্শন করিয়া তথায় কিঞ্চিৎ কাল বিশ্রাম করিলেন, পরে ভক্রস্থ নদী ও পুস্করিণীর চতুর্দ্দিকে ভ্রমণ করিতে ২ ঐ পুস্করিণীর জলাগমন স্থানে দুর্বাদল শ্যাম বর্ণের অক্ষরেতে অঙ্কিত এক শ্বেত বর্ণ প্রস্তর দেখিলেন, তাহার বিবরণ এই, যে হে