পাতা:আনবারশোহেলি.djvu/১২৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আনবারশোহেলি । ››ማ অতিথীয়ের তোমর। এখানে আসির এস্থানের মান . বদ্ধিত করিলে, কিন্তু আমিও তোমারদিগের নিমিত্ত এক উত্তম বস্তু রাখিয়াছি, তাহার নিয়ম এই যে তুমি • এই সরোবরের জলাধিক্য জ্ঞানে, কি অন্য প্রকারে কোন ভয় না করিয়। এই স্থান হইতে ঐ পর্বত সমীপস্থিত তীরে উপস্থিত হইয়। প্রস্তর নির্ম্মিত এক ব্যাঘ্র দেখিবা মাত্র তাহাকে স্কন্ধে কর ভঃ কোন ভয়ানক জন্তুকে ভয় না করিয়া অতিবেগে পর্ব্বতোপরি গমন করিলে, তোমার মনো বাঞ্ছ। পূর্ণ হইবে। গমন বিহনে যথা না পায় মঞ্জিল । শ্রম বিন হয় তথা বাঞ্ছায় শিথিল । অলস জনার কথা কি কহিব আর । সূর্যের কিরণে দেখ ব্যাপিত সংসার । তথাপি ন। ফায় রশ্মি অলসের কাছে । ইহার অধিক দুঃখ আর কিব৷ আছে। অনন্তর ঐ পত্রের ভাব জ্ঞাত হইয়। গালেম সালেমের প্রতি দৃষ্টি করিয়া কহিতে লাগিলেন, যে হে ভাই আইস আমরা এই ভয়ানক কর্ম্মে প্রবৃত্ত হইয়। ইছার বিবরণ জ্ঞাত হই । সাহসে গগনে পদ করিব ক্ষেপণ। নতুব। জীবন শেষ জন্মের মতন । পরে সালেম কহিতে লাগিলেন, যে হে বন্ধে। ই হার লেখক কে, তাহার নিশ্চয় নাই, আর ইহার ভাবি