পাতা:আনবারশোহেলি.djvu/১৪৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আনবারশোহেলি । >లిq উহার স্মরণ থাকে তবে এই সময় বিপক্ষাচরণ করিয়া কোন বিবাদ উপস্থিত করিতে পারে, কিম্ব আমার বিপক্ষের শক্তিও প্রতাপাধিক দেখিয় তাহার পক্ষ হইয়। আমার যে সকল ভেদ সে জ্ঞাত আছে তাছ। তাহাকে জানাইলেও পশ্চাৎ তাহার উপায়ান্তর,অণর হইতে পারিবেক না, বিজ্ঞেরা কহিয়াছেন । দুষ্ট নাহি হ ও সনদ রাখহ অস্তরে । দুষ্ট প্রবঞ্চনা হতে থাকহ অন্তরে । এই উপদেশের অন্যথাচরণ আমি কেন করিলাম ইহার প্রেরণেতে যদ্যপি কোন আপদ না ঘটক কিন্তু ঘটিলেও ঘটতে পারে, এই সকল সন্দেহ মন মধ্যে আন্দোলন করতঃ পশুরাজ একবার উঠিতে ছিলেন ও একবার বসিতেছিলেন আর তাহার আগমন অপেক্ষায় পথ নিরীক্ষণ করিয়া রহিয়াছিলেন ইতোমধ্যে হঠাৎ দমনককে দুর হইতে দৃষ্টি করতঃ কিঞ্চিৎ সুস্থির হইয়। স্বস্থানে স্থিতি করিলেন । পরে দমনক তথায় উপস্থিত হইয়া নমস্কার পূর্বক কহিতে লাগিল । চন্দ্র সূর্য ৰত দিন আকাশ মণ্ডলে । তত দিন মোর রাজা থাকুন কুশলে । রাজার সল্পত্তি ৰূপ সূর্য্যের কিরণ । দালের উপরে সদ। হউক পতন । হে মহারাজ যে শব্দ আপনকার কর্ণ গোচর হইয়।