পাতা:আনবারশোহেলি.djvu/১৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৬ আনবারশোহেলি । মাঠের বাহুল্য যত ছিল পূর্ব পূর্ব ? দেখিয়। অশ্বের বেগ সব ছইল খবৰ । পরে ঐ মাঠের ভূমি চর ও খেচর সকল শিকার করণ পূর্বক ঐ রাজার মৃগয়। জন্য আনন্দ সমৃণ হওনে তিনি অস্থা সৈন্য গণকে দেশাভিমুখ গমনে অনুমতি করিয়া মন্ত্রির সস্থিত স্বীয় রাজধানীতে পুনর্গমনেচ্ছুক হইলেন কিন্তু তৎকালীন সূর্য দেবের কিরণ এতাদৃশ তাঙ্গু হইয়া ছিল যে তাহাতে ইল্পাৎ নির্ম্মিত চাপরাস ও পর তল সকল মোমের ন্যায় হইত এবং ঘোড়ার পেটী সকল অগ্নিকণর সমত্ব প্রাপ্ত হইত। পাইয়। সূর্যের তেজ পর্ব্বত গহ্বর । হইল সকলে তার। অনলের ঘর । পক্ষিগণে পেয়ে তাপ হইল ব্যথিত । বৃক্ষ শাখা প্রবেশিল হইয়। ত্বরিত । পশুগণ চিন্ত করে না দেখি উপায় । প্রাণ ভয়ে সকলেতে গর্ব্ব মধ্যে যায় । অনন্তর হুমায়ু নফাল খোজেস্তারায়কে কছিলেন যে এসময়ে এস্থান হইতে যে স্থানান্তর গমন সে অপরামর্শ এবং বস্ত্র নির্ম্মিত গৃহমধ্যে গমন করিলেও এ গ্রীষু নিবারণ হইবেক না আর অতিশয় নিদাঘ দ্বার। ভূমি সকল কর্ম্মকারের হাপর ও গন্ধকের খণনির ন্যায় হইয়াছে অতএব এসময়ে তুমি এমন কিছু