পাতা:আনবারশোহেলি.djvu/১৫২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আনবারশোহেলি । ჯ8ა° কালে এক উল্কামুখী তথায় অলিয়। ঐ সকল শোনিত পান করিতে ২ হঠাৎ ঐ উভয় যোদ্ধার মন্তকদ্বয়ান্তগত হইয়। ত দাঘাতে পঞ্চভূ পাইল । ফকীর ইছা দর্শনে লোভের এক প্রকার পরীক্ষা জ্ঞাত হইয়। তথাহইতে রাত্রি কালে এক নগরে উত্তরিলেন, তৎকালে ঐ নগরের দ্বার বদ্ধ ছিল একারণ আত্ম স্থিতি জন্য ঐ নগরের চতুপাশ্বে ভ্রমণ করিতে লাগিলেন, দৈবাৎ সেই সময় একট। স্ত্রী লোক ছাতের উপর দণ্ডায়মান হইয়। ইতস্তত দৃষ্টি করত ভ্রমণ কারী ফকীরকে দেখিয়। বিদেশী বোধে অলপন বাটীতে আলিবার কারন আহ্বান করিলেক, ফকীর তাহাতে সন্মত হইয়। দ্রুত গমন করতঃ তথায় যাইয়। গৃহের এক প্রদেশে বসিয়া জপাদি করিতে লাগিলেন, ঐ স্ত্রীলোক কুট্টনী নামে খ্যfতা ছিল এবং তাহার কয়েকট। রমণী রমণ ক্রীড়ার নিযুক্ত ছিল । - তার মধ্যে ছিল এক পরম সুন্দরী । তার স্থানে ছাব ভাব শিথে বিদ্যাধরি । । তাহার মুখের শোভা ছিল যে এমন । ভাহে হিংসা করে দগ্ধ ছয়েন তপন । এ ৰূপ নয়ন বাণে বিন্ধ করে মন । তীক্ষুধার তীরে লক্ষ ভেদয়ে যেমন। লোহিত বরণ ওষ্ঠ বিম্বের সমান । মুখের বচনে যেন মধু করে দান ।