পাতা:আনবারশোহেলি.djvu/১৫৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আনবারশোহেলি l ১৪৫ বিষ কুট্টনীর মুখ মধ্যে প্রৰিষ্ট হইল, তাহাতে তৎক্ষণাৎ সেই স্থানেই ভtহার প্রাণ বিয়োগ হয়। পরের অনিষ্ট চেষ্টা পায় যেই জন। অৰশ্য ঘটয়ে তার মন্দ প্রকরণ । পরে ফকীর এই সকল দৃষ্টি করতঃ অনেক কষ্টে রজনী প্রভাত করিয়। ঐ স্থান পরিত্যাগ করত স্থানান্তরের চেষ্টা করিতে লাগিলেন । অনন্তর এক চর্ম্মকার শিষ্যের ন্যায় ভক্তি করিয়া সমাদর পূর্বক ফকারকে আপন বাটতে লইয়। গিয়া নিজ পরি জনকে তাছার সেবায় নিযুক্ত রাখিয়া বন্ধ, জন সদনে নিমন্ত্রণে গমন করিলেন । তাহার স্ত্রীর এক উপপতি ছিল । সুন্দর পুরুষ সেই সুহাস্য বদন । চাচৱ চিকুর তার যিনি নব-ঘন । লক্সট পুরুষ সেই কহে মিষ্ট বাণী । , চক্ষের পরদ। তার নাহি একটু খানিশ। এৰূপ নায়ক সঙ্গে সঙ্গ যদি হয় । লদত আপদ প্রাণে তাহাঁতে ঘটয় । ইহারদিগের উভয়ের সংঘটন কারিক এক নাপ্তিনী "ছিল । তাছার গুণের কথা কহিতে না-পারি। অগ্নি জল এক ঠাই করে সেই নারী । ৰুর্থার মিষ্টত। তার কহ। কিছু ভার। & -