পাতা:আনবারশোহেলি.djvu/১৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

| v আনবারশোহেলি । ভাছার জল নির্ম্মল ও সুস্বাদু আর ঐ স্থানস্থ পূপোদ্যানে গগধের তারার ন্যায় পুঞ্চপ কলিকা সকল অপর্যাপ্ত রহিয়াছে স্বর্গের ক্ষুদ্র প্রবtছ সকল যাদৃশ শ্রেণীবদ্ধ তাদৃশ ঐ স্থানের জল প্রবাহ সকল শ্রেণীবদ্ধ আছে অতএব এই ক্ষণে এই পরামর্শ যে আপনি স্বেচ্ছ পূর্বক যদি ঐ স্থানে গমন করেন তবে বেদ নামক বৃক্ষমূলে তৃণাদি য়ে ৰূপ স্নিগ্ধ থাকি আমরাও তথা তদ্রুপ বিশ্রাম করি, আর কাননে ও জল সমীপে চম্বেলি নামক পুথপ যেমন স্বচ্ছন্দ ৰূপে থাকে তেমন আমিরাও নিৰুদ্বেগে থাকিব । বসিয়া নদীর তীরে, নিরীক্ষণ করি নীরে, দেখ তার গমনাগমন । , & এই দৃষ্টি অনুসারে, সকল গমনাগারে, করে নিত্য গমন গমন । পরে রাজ। ঐ মন্ত্রির উপদেশানুসারে তথায় গমনোমুখ হইয়। অতি স্বরায় গমন করিলেন এবং ঐ পর্বতের নিম্নভাগ সঙ্কল, তাহার তুরঙ্গ ক্ষুরোদ্ধৃত ধুলি সমূহকে এতাদৃশ স্লশ করিতে লাগিলেন যেমন ভাগ্যবানের দিগের হস্ত স্তাবকের গ্রহণ পূর্বক চুম্বন করে আর ঐ পর্বতের এতাদৃশ উচ্চত। দর্শন করিলেন যে তাছার শৃঙ্গ সকল আকাশোপরি গমন করিয়াছে এবং ঐগিরিস্থ বৃক্ষ সকল খড়গের ন্যায় দণ্ডায়মান হইয়ণ ফলকস্বৰূপ সূর্য মণ্ডলকে মর্শ করিতেছে (অথব।