পাতা:আনবারশোহেলি.djvu/১৮২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আনবারশোহেলি । ১৭৩ কোন কৌশল দ্বারা বদ্ধ করিব, তন্মাংসে আপনকার জলযোগ হইতে পারিবে, তাহাকে আপনকার সন্তোষ হয় ভtলই,নতুব। আমি মহাশয়ের নিকট বদ্ধই আছে। শুন শুন মহাশয় করিহে মিনতি। ' উপস্থিত আছি কর অন্য উপস্থিতি । পরে কেন্দুয়া শশকের ছল বাক্যে ভুলিয়। উল্কামুখীর বাসস্থানাভিমুখে গমন করিল। ঐ উল্কামুখী ছলনাতে এমত পরিপকু ছিল, যে সকল ছলগাছিকে শিক্ষা করাইতে পারিত । - সেই উলঙ্কামুখী ছিল চতুরের সার । সেই বন বিন করে করে অধিকার । তাহার গুণের আমি কি কব আমুল । প্রান্তর গ্রামের সেই বাজার পুত্তল । আর কিছু শুন তার বাজীর কথন। গৃহ মধ্যে কত খেল খেলে সেই জন। । প্রান্তরের মধ্যে যত পশুর থাকিত। . তাহার দেীরাত্ম্যে তার চীৎকার করিত। বিপরীত কথা। আর অধিক কি কব । চতুর কুকুর করে ভেউ ভেউ রব। লম্ফন কাল্লেতে চক্ষে অদৃষ্ট হইত। আকাশ প্রাঙ্গন লেজে মার্জন করিত । ঐ উল্কামুখীর সহিত শশকের শক্রতা ছিল, একারণ উপযুক্ত সময় পাইয়া কেন্দুয়াকে তাহার গর্ত্ত সমীপে