পাতা:আনবারশোহেলি.djvu/২২৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জানবারশোহেলি । ミ>> ইশ্বরেচ্ছা ৰূপ হন্ত হতে যে অনল । প্রজ্জলিত হয় তাহে পোড়ে যে কৌশূল । আর যখন পরমেশ্বর কোন এক আজ্ঞা প্রকাশ করেন তখন ব্যক্তি দিগের চক্ষু অলস ৰূপ অন্ধকারে আচ্ছন্ন হয় আর তাছা হইতে মুক্ত হওনের যে পথ তাহ। আচ্ছাদিত হয়। কিন্তু তুমি কৃষক ও বুলবুলির উত্তর প্রত্যুত্তর কাপ যে ইতিহাস তাহ। কি শ্রবণ করনাই । দমনক কহিলেক যে সে কিপ্রকার । ১৯ গল্প। শব্জীবক কছিলেক যে পূৰ্ব কালীয় ইতিহাস বেত্তারা কছিয়াছেন যে এক কৃষকের স্বগোদানের ন্যায় উত্তম এক বাগান ছিল । ঐ উদ্যানের যে বায়ু সে বসন্ত কালের মন্দ২ বায়ুর ন্যায় ছিল আর ঐ উদ্যানের যে পুস্প সৌরভ সে প্রাণকে সন্তোষ করে । • যৌবন উদ্যানু সম এই যে উদ্যান । ইহার পুঞ্চেপর ঘুণে অমৃত সমান। • তাহাতে বুলবুল ধূনি হৃষ্ট করে মন । যন্দ২ বায়ু তার সুখের কারণ । আর ঐ পুষেপাদ্যানের এক কোনে এক গোলাব পুঞ্চেপর বৃক্ষ ছিল। ঐ বৃক্ষ সকল মন স্বৰূপ চারার ন্যায় স্নিগ্ধ ও আহাদ ৰূপ বৃক্ষ শাখার ন্যায় উচ্চ, আর প্রত্যহ প্রাতঃকালে তাছাতে মনোহর ব্যক্তি দিগের মুখের ন্যায় কোমল এক পুঞ্চপ প্রস্ফোটিত