পাতা:আনবারশোহেলি.djvu/২৮৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অনিবারশোহেলি । 之99 দর্শও যেহেতু ব্যtথ্র ও শস্ত্রীবকের সম্বন্ধে ఇళి সকল ছলন। উত্থাপিত করিয়া এপর্যস্তও সৎ ব্যবহার ও শুদ্ধ ত। প্রতি বিতণ্ড ও আপত্তি করিতেছ, আর বন্ধ গণের সহিত তোমার তদ্রুপ উপমা যেমত সেই মহাজন কহিয়াছিল, যে স্থানে মুষিকে শত মোন লৌহ ভক্ষণ করে, কি আশ্চর্য যদি চিলে বালক লইয়। যায়, দমনক জিজ্ঞাসা করিল তাহ। কি প্রকার । - ৪ গল্প । করকট কহিল যে এক ব্যক্তি মহাজন স্বঙ্গে সঞ্চয়ে বাণিজ্যে গমন করিতেছিল, ভবিষ্যৎ, চিন্তায় এক শত মোন লৌহ কোন বন্ধ র অtলয়ে গচ্ছিত রাখিল যে কদাচিৎ প্রয়োজন মতে তদুর। উপজীবিকার প্রত্যুপকার গ্রহণ করিবেক, পরে কিয়ৎ কালান্তে মহাজন বাণিজ্য কর্ম্ম সমাধা করিয়। প্রত্যtগমন করতঃ ঐ লৌহের আকিঞ্চন করিল, ধার্ম্মিক বন্ধ, লৌহ গুলিন বিক্রয় করিয়া তৎ মূল্য গ্রহণ করিয়াছিল, এক দিবস মহাজন লৌছানুসন্ধানে তাছার নিকট গমন করিবায় সে ব্যক্তি তাছাকে আপন বাটীতে আনয়ন পূর্বক কৃছিল, হে মহাশয় আমি সেই লোহ গুলিনকে এই গৃহ মধ্যে সঞ্চিত রাশিয়াছিলাম এবং হৎ প্রত্যয় প্রযুক্ত ঐ পাশ্ব স্থিত মুষিকের গর্ত্তের প্রতি সতর্কত করিনাই, মুষিক দুল্লভ সখিকাশ প্রাপ্ত হইয়। সমুদয় লেীছ গুলিন ভক্ষণ করিয়াছে, মহাজন উত্তর fদল যে যথার্থ কহিতেছ যেহেতু ८ोइश्त्रै সহিত