পাতা:আনবারশোহেলি.djvu/৩৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আনবারশোহেলি । Rఏ রায়দাবাঁশলিম ও বেদপায় ব্রাহ্মণের ইতিহাসারম্ভঃ । ঋজু পরামর্শকারক ও উজ্জ্বলান্তঃকরণ বিশিষ্ট মন্ত্রী কথন বদন ব্যাদান করত মিষ্ট বাক্য কথন পূর্ব্বক কহিতে লাগিলুেন | মঙ্গল দায়ক ভূপ তোমার চরণ । ৰূপ হেরে শুভগ্রহ পায় গ্রহগণ । বিজ্ঞ ও বিদ্বান ব্যক্তিদিগের হইতে আমি শুনিয়াছি যে সর্বদেশপেক্ষ। সুশুমা বিশিষ্ট যে হিন্দুস্থান তfহার এক প্রদেশে এক রাজা ছিলেন তfহার ভাগ্য প্রসন্ন ও দিবস সকল লভ্যদায়ক ছিল এবং তাছার বুদ্ধির তীক্ষুত এৰূপ ছিল যে তাছাতে পৃথিবীর উদ্বেগ শান্তি ও প্রজালোকের সুখ আর দুষ্টের দমন অনায়াসে হইত আর তাহার সিংহাসন নিষেধ বিধি বিশিষ্ট বিচারৰপ অলঙ্কার দ্বার সুশোভিত ছিল, দৌরাত্ম্য ও অবিচারের যে মল তাহা তিনি পৃথিবীতে ঘর্ষণ করিয়াছিলেন এবং পারিতোষিক ৰূপ আ দশেতে বিচারকপ সুখ মেদনীস্থ তাবৎ ব্যক্তিকে দশন করাইয়াছিলেন । • বিচার কিরণে পৃথ্বী করিল উজ্জ্বল । জানহ সকলে এই বিচারের ফল । যথার্থ জানহ এই ধর্ম্ম বিচারের । ব্যবস্থা উজ্জ্বল হয় সকল রাজ্যের ।