পাতা:আনবারশোহেলি.djvu/৪১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩২ আনবারশোহেলি । সর্ব্বশক্তি মধ্যে দান শক্তি শ্রেষ্ঠ হয় । ধনাশ ত্যজিলে দৃঢ় ভক্তির উদয় । চলিত গঞ্জের চিহ্ন যদি জিজ্ঞাসহ । লক্ষণ তাছার জান দান অহরহ ।। পরে রায় এই ব্যবস্থা জ্ঞাত হইয়। দান বিষয়ে উৎসাহ পুরঃসর অtঞ্জ। করিলেন, অনুজ্ঞ। মাত্রেই তদধ্যক্ষের; বহুরত্ব বিশিষ্ট ধনাগারের দ্বার খুলিলেন আর তত্রস্থ ছোট বড় দীন দুঃখি দিগকে দানের ধূনি জ্ঞাত করাইলেন, পরে দীন দ্বার। তাছারদিগকে পরক্সর প্রত্যাশ; পূর্ণ করিয়া সন্তুষ্ট করিলেন । কন্তৰূপ মেঘ হইতে ধন বরিষিল । তাহাতে পৃথ্বীতে দেখ পয়াড় চলিল । পন তাছে শুন সবে এই সে করিল। পৃথ্বী হতে আশা কপ অক্ষর মুছিল। পরন্তু সমস্ত দিবস সে পর্য্যন্ত সূর্য্য কিরণের ন্যায় দান করিলেন যে পর্যন্ত সমোরগুজরবী বাজু অথাৎ সূর্য্য অস্তাচল গামী হইলেন, আর রাত্রি ৰূপ যে কাক সে যে পর্যন্ত স্বীয়-মূর্ত্তি ও পক্ষ দ্বার। পৃথিবীকে আচ্ছাদিত করিল । দিবসের মূর্ত্তি আচ্ছাদনে আচ্ছাদিল । * তৎপরে রজনি আত্ম মূর্ত্তি প্রকাশিল । যোগিৰপ ধরি সুর্য্য বিরলে বসিল । আকাশ তারার মাল। জপিতে লাগিল ।