পাতা:আনবারশোহেলি.djvu/৬৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আনবারশোহেলি । 6వ তুকাবের ছিল না বটে, তথাচ তাহ। বোধ না করিয়া তাহার সহিত সমভাবে যুদ্ধারম্ভ করিল। উভয় পক্ষীতে যদি যুদ্ধ আরম্ভিল । এই অবকাশে দেখ কপোত ভাগিল । পরে বাজেন্দ; অবকাশ পাইয়া এক প্রস্তরের নীচে অতি কষ্টে প্রবেশ করিয়৷ তথায় এক রাত্রি বাস করিল অনন্তর প্রভাত সমূrয় রাজেন্দ। ক্ষুধাতে গমনাশক্ত হইয়া ও ভয় প্রযুক্ত চতুর্দ্দিগে দৃষ্টি করত ক্রমে উড়িতেং অন্য এক কপোতকে দর্শন কfরলেক ঐ কপোত কতকগুলিন শস্য ও নানা প্রকার কৌশল সম্বলিত ছিল এবং ঐ সময়ে ক্ষুধাৰূপ সৈন্য বাজেন্দার শরীর ৰূপ রাজ্যকে অঁাক্রমণ করিয়াছিল, এ কারণ বিবেচন" না করিয়৷ স্বজাতি নিকটে গমন করিয়। ঐ সকল শস্য গলোকরণ ন হইতে কুইতে তাছার চরণ ফান্দে বদ্ধ হইল । দুষ্টের হয়েছ ফান্দ শরীর পোষক । মনোৰূপ পাখির জন্মাও বহু শক । অনন্তুর বাজেন্দ রাগান্বিত হইয়া কহিতে লাগিল যে, হে ভ্রাতঃ তোমায় আমায় এক জাতি অতএব তোমা হইতেই আমার এ আপদ ঘটিল তুমি আমাকে পূর্বে সাবধান ও অতিথ্য এবং সুশীলত। প্রকাশ কেন না করিলে তfছ ছইলে অtfম অন্তরে থাকিতাম ও এ প্রকার বদ্ধ হইতাম না, পরে সে