পাতা:আনবারশোহেলি.djvu/৭৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আনবারশোহেলি ৬৭ হইতে হইতে তা হাকে ধারণ করত অtপন বাসায় লইয়। গেল এবং উহার থাবা ও ঠোঁটের চিহ্ন দেখিয়। বোস করিলেক যে এ নিশ্চয় শিকারি পক্ষীর জাতি হইবেক, পরে স্বজাতীয় দেখিয়। তাছার অন্তঃকরণে কিঞ্চিৎ মায়া জন্মিল অfর মনে করিল যে পরমেশ্বরের যথেষ্ট অনুগ্রহ যে আমাকে ইহার পরমায়ুর কারণ করিয়াছেন আর যদ্যপি আমি এস্থানে উপস্থিত ন হইতাম তবে ভূমিতে পতন হইয়। এই শাবকের অস্তি প্রস্তরে লাগিয়া চূর্ণ হইয়। ধূলার ন্যায় উড়িয়া যাইত এনং যখন পরমেশ্বরের ইচ্ছ। এৰূপ হইল যে আমি ইহার বাচিবার হেতু হইলাম তবে আমার উচিত হয় যে ইহাকে অtাপন সন্তানের ন্যায় প্রতিপ7.লন করি, পরে ঐ চীল স্নেহ দ্বার। ইহার প্রতিপালনে নিযুক্ত হইল আর,যেৰূপ আপন সন্তানদিগের প্রতি ব্যবহার করিত তদপ ইহার প্রতিও করিতে লাগিল, তাহাতে ঐ বাজ-শাবক দিনে২ বদ্ধিত হইয়া স্বজাতীয় স্বভাব ক্রমে ২ প্রকাশ করিতে লাগিল । এবং সে আপনাকে ঐ চীলের শাবক বোধ করিত কিন্তু আপনার আকৃতি ও লাহল উহারদিগের বিপরীত দেখিয়া সর্বদ। এই চিস্ত। করিত যে আমি যদি ইহারদিগের জাতি নছি তবে কেন ইহারদিগের বাসায় থাকি আর যদ্যপি ইহারদিগের স্বজাতি হইতাম তবে ইহার দিগের আকৃতি হইতে আমার আকৃতি ভিন্ন হইত না।