পাতা:আনবারশোহেলি.djvu/৮৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

58 আনবারশোহেলি । রাজা এই আজ্ঞা করিয়াছিলেন, যে অদ্য আমার ভোজন সময়ে তিরন্দাজের। আমার নিকট উপস্থিত থাকিবেক, আর তৎকালে যে সকল মাজার তথায় আসিবেক, তাহারদের প্রথম গ্রাস যেন তীরের ফল হয় । ঐ বুড়ির বিড়াল ইহা অজ্ঞাত ছিল, একারণ নরপতির খাদ্য দ্রব্যের অস্থিtcণ শাহিন পক্ষীর ন্যায় তথায় উপস্থিত হইয়। রাজার সম্মুখে যাইবা মাত্র তাহার বক্ষস্থলে তাঁর বৃদ্ধ হইল, তাছাতে অতি কাতর হইয়। এই বাক্য কহিতে ২ পলাইল । জীবের প্রবল শক্র লোভকে জানিবে । লোভ সত্বে কভু মনে সুখ ন যানিৰে । লোভে আসি প্রতিবাসী জনের কথায় । সুদুর্লভ জীবনের অবসান প্রায় । অতএব অদ্যাবধি করিলাম পণ । লোভের সহিত নাহি রাখিব মিলন । অনন্তর চীল কহিলেক আমি যে এই ইতিহাস তোমাকে জানাইলাম, , তাহার কারণ এই তুমি আমার এই বিরল স্থানে স্থিতি করত অনায়াসে যে আছারাদি পাইতেছ ওtহার গুণ জানিয়। অল্পতে ধৈর্য্য করি তা হাতে আকাঙ্ক্ষা করিও না পাছে ইছাতে তোমার ঐ ৰূপ ঘটিয়। বর্ত্তমান সুখও নষ্ট হয়, তবে বাজ শাবক কছিলেক আপনি যাহ আজ্ঞা করিলেন সে হীত ও অনুগ্রহ বাক্য বটে, কিন্তু অল্পেতে যে সাম্য