পাতা:আনবারশোহেলি.djvu/৯১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ԵՀ আনবারশোহেলি । পৃথিবী মধ্যেতে যার আছে ধন মান । লেই সে মানব মধ্যে হয়েছে প্রধান । পুষেপর কাননে, অতিশয় মনে, গোলাব প্রধান অতি । তাহার কারণ, শুন সর্ব্ব জন, কণ্টকে সদ। বসতি ।। অীর বিজ্ঞের। কহিয়াছেন যে চেষ্ট। কারকের মানল অবশ্যই পূর্ণ হয়। আত্ম সুখে যেই জন হয় সচেষ্টিত । রাজ পটকে বাধা তার ন। ছয় উচিত । যে ব্যক্তি সাহস ৰূপ প্রান্তরে চেষ্ট ৰূপ ধূজ। উড়ডীয় মান করতঃ সুখ ত্যাগ করিয়া ক্লেশ সহিষ্ণু হয়, তাহার মনো বাঞ্ছা অতি শীঘ্র সিদ্ধ হয় । যেমন সিংহ (ফর। অtফজ1) নামক কাননে প্রাধান্য ৰূপে চেষ্টার আধিক্যেতে স্বীয় বাঞ্ছ। অতি শীঘ্র পূর্ণ করিয়। ছিল । পরে মন্ত্রী নিবেদন করিলেক, যে হে মহা রাজ সে কি প্রকার । ৫ প্রশ্ন । রাজা কহিতে লাগিলেন, যে বলেরি নামৰ নগর সমীপে নিবিড় বন ও শোভন বায়ু বিশিষ্ট এক উপদ্বীপ ও তাছার চতুদিগে অতি সুমিষ্ট জলে পুর্ণ ক্ষুদ্র নদী সকল ছিল। - তথ। কার বৃক্ষ সুশোভন অতিশয় । নানা ৰূপ মিষ্ট ফল তা হাতে আছয় ॥