পাতা:আবকারস্‌ হ্যাণ্ডবুক.djvu/১০৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

¥२ অবকারস হ্যাগুৰুক । আরো তদ্রুপ পাটাদারের স্থানে আফনের রাজস্বের ইজার - দারের প্রাপ্য টাকা কোন দেওয়ানী আদালতে কি প্রকারান্তরে আদায় করিবার ষে স্বত্ব আছে, এই ধারার লিখিত কোন কথাহেতুক বা এই ধারাক্রমে কৃত কোন কার্য্যহেতুক সেই স্বত্বের ব্যাঘাত হইবে না। - ২৫ ধারা। আইনক্রমে প্রণীত কোন রিধি অনুসারে কোন খংক্রমে যে দণ্ডের টাকা ব্যক্তি কোন কর্ত্তব্য কর্ম্ম কিম্বা কোন প্রাপা হয় তাহ আদায়ের . ক্রিয় করিবার নিবন্ধনপত্র লিখিয়া কথা । দিলে, সেই কর্ত্তব্য কর্ম্ম বা ক্রিয়া ভারতবর্ষীয় চুক্তিবিষয়ক ১৮৭২ সালের আইনের ৭৪ ধারার অর্থানুসারে সাধারণের নিকট কর্ত্তব্য বলিয়া, কিম্বা বিষয় বিশেষে যাহাতে সাধারণের স্বার্থ আছে এমত ক্রিয়া বলিয়। জ্ঞান হইবে, ও সেই ব্যক্তি ঐ নিবন্ধ পত্রের লিখিত কোন নিয়ম ভঙ্গ করিলে ঐ পত্রমধ্যে তাহার যত টাকা দণ্ড দিবাব কথা আছে সেই সমুদয় টাকা ভূমির বাকী রাজস্থের ন্যায় তাহার স্থানে আদায় হইতে পারিবে ।