পাতা:আবকারস্‌ হ্যাণ্ডবুক.djvu/১২৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১০৪ অবিকরেল হাণ্ডবুক' দের ও বোর্ডর সাহেবদের কর্তৃত্ব ও আজ্ঞার অধীনে তৎ সম্পৰ্কীয় কার্য্য নির্ব্বাহ করবেন। ... " ও কালেক্টর সাহেবেরা যে যে কার্য্যানুষ্ঠান করেন তাহা উপর আপীল, হইলে বা না হইলেও কমিশনর সাহেবের তাহার পুনরালোচনা করিতে পারিবেন। - ‘ কালেক্টর ও কমিশনের সাহেবেরা যে যে কার্য্যানুষ্ঠান করেন বোর্ডের সাহেবের তাহারও তদ্রুপে পুনরালোচনা করিতে পরিবেন । g o ৩২ ধারা । স্থানীয় গবর্ণমেণ্ট কোন জিলায় কি স্থানে অবকারী সুপরিটে৪ে. আবকারী রাজস্বের কিম্ব অধিকারী ষ্টকে স্বানীয় গবর্ণমেন্টের রাজস্বের কোন শাখার সুপরিপ্টেনিযুক্ত করিতে পারিশর ভেট স্বরূপ কোন ব্যক্তিকে নিযুক্ত কথ। । o করিতে পরিবেন ; ও এই আইনে কালেক্টর সাহেবের প্রতি যে শক্তি ও ক্ষমতা প্রদান করা গেল তদ্রুপ নিযুক্ত ব্যক্তি সেই জিলায় কি স্থানে কিম্ব আনকারী রাজস্বের সেই শাখা সম্পর্কে সে ই সকল শক্তি ও ক্ষমতামতে কার্য্য করিবেন, ও সেই নিয়োগ যত দিন প্রবল থাকে ততদিন কালেক্টর সাহেব ঐ জিলায় কি স্থানে কিম্বা আবকারী রাজস্বের সেই শাখা সম্পর্কে সেই শক্তি ও ক্ষমতামতে আর কার্য্য করবেন না। ৩৩ ধারা । কোন এক কি কএক জিলায় যে কার্য্যকারঅবকাঠী মিশুনরমিগ- কেরা আবকারী রাজস্বের অধ্যক্ষতা কে স্থানীয় গবর্নমেন্টের নিযুক্ত ভার প্রাপ্ত হন স্তাহাদের উপর হরিতে পারিবার কপা। কর্তৃত্ব কর্ণার্থে ও o প্তাহাদিগকে