পাতা:আবকারস্‌ হ্যাণ্ডবুক.djvu/১২৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

5ον আবকরেল হাণ্ডবুক । { শ্রেণীর কোন আবকাৰী’কার্য্যকারকের এমত বিশ্বাস করিবার কারণ থাকিলে, (সেই সন্ধান লিখিয়া লওয়া যাইবে)— সেই কার্য্যকারক, সর্ব্বদাই কপাল বা হেড কনষ্টাবলের অনধীন শ্রেণীর পোলীসের কোন কার্য্যকারকের সাক্ষাৎ, উক্ত কোন ঘরে কি নৌকায় কি স্থানে প্রবেশ করিতে পারিবেন ; ও বাধা দেওয়া গেলে কোন দ্বার ভাঙ্গিয় খলিতেও তাহার প্রবেশ করিবার বাধাজনক কোন বিষয় বলপূর্বক স্থানান্তর করিতে পরিবেন ; এবং সেই প্রস্তুত কৰণ কর্য্যে যে সকল ভাটীর ও সরঞ্জামের ব্যবহার হয় তাহা ও আবকারী মাস্থলযোগ্য উক্ত সকল দ্রব্য ধরিয়া লইয়। যাইতে পরিবে । o ও সেই ঘরে কি নৌকার কি স্থানের দখলীকারকে ও ঐ দ্রব্য প্রস্তুত করণ কি স্ব দ্রব্য রাখণ কি গোপন করণ কার্ক্যে অন্য যে সকল ব্যক্তিন সম্পর্ক থাকে তাহাদিগকেও গ্রেপ্তার করিতে পারবেন | ৪১ ধারা । ইহার পূর্ব্ব দুই ধাবাক্রেমে আবকারী মাতুলপোলীস ও কষ্টম ও রাজস্ব যোগ্য দ্রব্য প্লুত ও অন্বেষণ করিবার কর্ম্ম লিভাগের কার্যাকালক- ও তাহা যে ব্যক্তিদের অধিকারে কারকদের তুলা ক্ষমত;&#iন করিবার কথg করণের ষে সকল ক্ষমতা আবকারী কর্ম্মকারকদের প্রতি প্রদান করা গেল, স্থানীয় গবর্ণমেন্ট পোলীস ও কষ্টম ও বীজস্ব কর্ম্মবিভাগের কার্য্যকারকদের কিম্ব তাহাদের মধ্যে স্পেন কোন ব্যক্তিদের প্রতিও সেই সেই ক্ষমতা প্রদান ধ বেন ।