পাতা:আবকারস্‌ হ্যাণ্ডবুক.djvu/১৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভূমিকা । সকল প্রকার মাদক দ্রব্যের প্রস্তুত ও বিক্রয়ের তত্ত্বাবধারণ জন্য গবর্ণমেণ্টের স্বতন্ত্র আবকারী বিভাগ বর্ত্তমান আছে। কলেক্টর সাহেবের অধীনে আবকারী কার্য্যের ভার প্রতি জেলায় এক এক জন ডেপুটী কলেক্টরের হস্তে ন্যস্ত আছে। ইহা ব্যতীত ইনেপেক্টর, দারোগা, জমাদার ও পিয়ন ইত্যাদি আছে। তদ্বারা আবকারী সম্বঙ্গীয় সমস্ত তত্ত্বাবধারণ কার্য্য নিপণ হইয়া থাকে। আফিম, মদ হইতে তাড়ী, সিদ্ধি ইত্যাদি সমস্ত মাদক দ্রব্য আবকারী আইনানুসারে প্রস্তুত ও বিক্রয় হইয়া থাকে। র্যাহারা এই সকল দ্রব্য প্রস্তুত বা বিক্রয় করিতে নিযুক্ত আছেন, তাহাদের অর্ৰকারী আইন ও আবকারী সম্বন্ধে বোর্ড ও গবর্ণমেণ্ট কর্তৃক ধার্য্য নিয়ম সকল জ্ঞাত থাকা নিতান্ত অবশু্যক । নিয়ম জ্ঞাত না থাকিলে প্রথমতঃ কার্য্যের ব্যাঘাত, দ্বিতীয়তঃ অনেক সময়ই আইন লঙ্ঘণ বশতঃ দণ্ডিত হইবার সস্তাবনা । আবকারী আইন ও নিয়ম সকল বোর্ল্ড কর্তৃক পুস্তকাকারে মুদ্রিত আছে। কিন্তু ইহা ইংরাজী ভাষায় লিখিত হওয়ায় অনেকের পক্ষে না থাকার মধ্যেই দাড়াইয়াছে। ঐ পুস্তকের যে বাঙ্গলা অনুবাদ আছে তাহা এত বৃহৎ ও নানা বিষয়ে পরিপূরিত, এবং ভাষাও এত কঠিন যে আবকারী ভেণ্ডারের জায় অল্প শিক্ষিত লোকের পক্ষে ঐ পুস্তক হইতে তাহদের দরকারী অংশ বাচিয় লওয়া ও ভাব সংগ্রহ করা দুরূহ। এই জন্য আর্বকাবদিগের এই গুরুতর অভাব দূর