পাতা:আবকারস্‌ হ্যাণ্ডবুক.djvu/১৩৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* * আবকার হাওবুক। . بہاد$ 4, ইচ্ছাপূর্বক ১০ ধারামতে বোর্ডের প্রণীত কোন বিধির বিপরীত: চরণ করিলে, مية তাহার উকু প্রত্যেৰ অপরাধের জন্যে ৫০ পঞ্চাশ টাকার অনধিক অর্থদণ্ড হইতে পরিবে । ' ও তাহার অধীন কর্ম্মচারির কি অন্য ব্যক্তির কোন দোষ কি অমনোযোগহেতুক ঐ নিয়মভঙ্গ হইলেও ঐ প্রস্তুতকারকের কি বিক্রেতারই স্থানে ঐ অর্থদণ্ড আদায় হইতে পরিবে । ৬০ ধারা । লাইসেন্সপ্রাপ্ত কোন খুজরা বিক্রেতা থোঞ্চে যুক্তর বিক্রেন্স থেকে বিক্রয় করিলে ও থেকে বিক্রয়ের বিক্রয় করিলে ও থেকে পি- লাইসেন্সপ্রাপ্ত ব্যক্তি খুজরা বিক্রয ক্রেতা জরা বিক্রয় করিলে করিলে; হির উক্ত প্রত্যেক অপমণ্ডের কথ} । রাধের জন্য ২০০ দুই শত টাকার অনধিক অর্থদণ্ড হইতে পারিবে । এই অইনের বিধান মানিয়া এই ধারার প্রথম প্রকরণের কোর কথাক্রমে একইব্যক্তিকে থেকে ও খুজরা উভয় প্রকারে বিক্রয় করিবার লাইসেন্স দেওনের নিষেধ নাই । কিম্বা কালেক্টর সাহেবের বিবেচনায় যাহ। কেরল নমুনাস্বরূপ ব্যবহার হইতে পারে বলিয়া বোধ হয়, লাইসেন্সপ্রাপ্ত .থোকে বিক্রেতারা এমত অল্প পরিমাণের যে বীর কি ওয়াইন কি উগ্র শয়ুব বিক্রয় করেন, তৎপ্রতি এই ধারার প্রথম প্রকরণের কোন কথা বর্ত্তিবে না । [ ১৮৮৩ সালের বঙ্গীয় ১ আইনের ১১ ধারা, । 或 ৬১ ধারা। ১৫ ধারায় অবকারী মাসুলযোগ্য যে দ্রব্যের