পাতা:আবকারস্‌ হ্যাণ্ডবুক.djvu/১৪১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১২০ অবকারস হাগুৰুক { ধারার প্রধম প্রকরণের কিম্বা ১৭. ধারার কোন কথা বর্ত্তে না। ৬৯ (ক) ধারা। কোন ব্যক্তি ১৭ক ধারামতে প্রচারিত নিষেধ না মানিয়া কেহ জ্ঞাপনপত্র না মানিয়া ভিন্নদেশীয় ভিন্নদেশীয় আবকারী মনস্থল- আবকারী মাতুলধোগ্য কোন দ্রব্য যোগ্য স্ত্রৰ নিকটে রধি- নিকটে রাৰিয়াছে কিম্বা উক্ত জ্ঞায়াছে কৃষ্ট ইলেগেন পনপত্রে কোন জাবকারী মানুলযোগ্য দ্রব্যের ষে পরিমাণ রাখিবার অনুমতি আছে তদখিক রাখিয়াছে, দৃষ্ট হইলে, তাহার ৫•• পাচ শত টাকার অনধিক অর্থদণ্ড হইতে পারিবে। [১৮৮১ সালের বঙ্গীয় ৪ অইনের ৯ ধারণ } - फ़िनि अखङ कब्रिरङ ८८ ७२ शब्रिी । शास्रशो भद्राव निकटै ভাড়ীর ব্যবহার হয় ਾਂ রাখণের বিষয়ে ৬১ ধারার যে যে নিকট রাখার প্রতি ও লাই- বিধানের সম্পর্ক থাকে, গুড় কি সেন্স প্রাপ্ত চরিদের নিকট কোতর। গুড় প্রস্তুত করিবার নিমিত্ত মাদকতুল্য রাখার প্রতি ইহার ষে তাড়ী যোগাইয়া দেওয়া যায় পূর্ব্ব ধারার বিধান না বর্তি- - রাব কথা । কি ব্যবহার হয়, তাহ রাখণের প্রতি ঐঐ বিধান খাটে না; এবং মাদকদ্রব্য নিকটে রাখণের বিষয়ে ঐ ধারার ষে বিধানের সম্পর্ক থাকে, ঐ ঐ দ্রব্য যে গাছে জন্মে এই আইনমতে সেই গাছের চাষ করিবার উপযুক্ত ক্ষমতা প্রাপ্ত কোন ব্যক্তির*নিকট সেই দ্রব্য থাকিলে ঐ ঐ বিধান তাহার প্রতি খাটে না । •e o • ১৩ ধারা। পরন্তু উক্ত কোন চাষ লাইসেন্স প্রাপ্ত বিক্রে