পাতা:আবকারস্‌ হ্যাণ্ডবুক.djvu/১৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ه (lo বিক্রয় করিতে পরিবে না। এতদ্ব্যতীতও কমিসন মদের মূল্য নিদিষ্ট করিতে বলেন। র্তাহারা বলৈন যে প্রতি বোতল মদের দাম আট আনা বা এক টাকা বা অন্য কোন দামের কম ভাটীদার বিক্রয় করিতে পরিবে না, এরূপ নিয়ম কুওয়া উচিত। ৬ । কমিসন সন্ধ্যার পর মদ বিক্রয় বন্ধ করিবার প্রস্তাব করেন। ১২ বৎসরের অল্প বয়স্ক বালকের নিকটও মদ বিক্রয় র্তাহারা নিষেধ করেন । ৭ । কমিসন নিয়লিখিত স্থানে খোলা ভাটা বসাইতে নিষেধ করেন । (১) গ্রামের বসতির মধ্যে, (২) বাজারের ভিতরে, o (৩) যে রাস্তা দিয়া স্ত্রীলোক স্নান কিম্বা জল আনিবার জন্য যাতায়াত করে । (৪) কোন কুঠ কিম্বা ঐকঁপ কোন কারখানায়, যেখানে বহুসংখ্যক লোক কর্ম্মকরে তহার কেবল সন্নিকটবর্ত্তী কোন স্থানে। ৮। কমিসনের প্রস্তাবানুযtণী গবর্ণমেণ্ট কয়েকটী জেলায় পুনরায় সদর ভাটীখানা বসাইয়াছেন এবং কমিসনের খোলা ভাটী সম্বন্ধে সমস্ত প্রস্তাব কার্য্যে পরিনত করার জন্য পাটনা জেলায় প্রথম ইহার পরীক্ষা করা হয়। ঐরূপ পরীক্ষায় পাটনা জেলায় অতি সন্তোষজনকরুপ কার্য্য হইয়াছে। সেই জন্য গবর্ণমেন্ট এক্ষণে সকল জেলাতেই ক্রমে ক্রমে ঐ নিয়মে কার্য্য করার জন্য আদেশ করিয়াছেন। এই নৃতন নিয়মে কিরূপে ভাটী ও মইট আদি করিতে হইবে তাছা যথাস্থানে সন্নিবেশিত করা হইয়াছে। JD o