পাতা:আবকারস্‌ হ্যাণ্ডবুক.djvu/৩০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আবকারসূ হ্যাণ্ডবুক । •o দারকে দোকান দিতে পারেন। নিলামের স্থানে যাইবার জন্য কাহারও কোন ফি লাগিবে না। নিলামের সময় কলেক্টর সাহেব দোকানের স্থান বিশেষ করিয়া নির্দেশ করিয়া দিবেনু । ২। কলিকাতা ও সহরতলিতে সমস্ত আবকারি দ্রব্যের দোকান নিলাম ডাকে বিলি হয়। উড়িষ্যা ব্যতীত- অন্যত্র তাড়ি ছাড়া আর সমস্ত দ্রব্যের দোকানও ঐরূপে বিলি হয়। উড়ি- ষ্যায় দেশী মদ ভিন্ন আর সমস্ত আবকারী দোকান নিলামে বিলি হয়। কিন্তু তথায় খোলা ভঁটি নিলামেই বিলি হয়। ৩। লাইসেন্স সাধারণুতঃ এক বংশরের জন্যই দেওয়া হয়, কিন্তু কলিকতা, বৰ্দ্ধমান, হুগলী, নগে, ২৪ পরগণা, যশোহর, ঢাকা, বাকুড়া, বীরভূম ও মেদনীপুরে বিলাতী আমদানী মদ, দেশী রম ও দেশী মদের দোকান সম্বন্ধে তিন বৎসরের জন্যও লাইসেন্স হইতে পারে। কিন্তু তিন বৎসরের জন্য লাইসেন্স দিলেও যদি ঐ সকল জেলার বা জেলার কোন অংশে, লগুনগ্রুফ মদের প্রতি গ্যালনে ৫ টাকা মাসুল না আদায় হয়, তাহা হইলে গবর্ণমেণ্ট লাইসেন্সের মেয়াদ থাকিতে বৎসরের মধ্যেই মাতুল বাড়াইয়। দিতে পারেন। মাহুলের হার বৃদ্ধি হওয়ায় ক্ষতি হইল বলিয়া দোকানদার কোন দাওয়া করিতে পরিবে না। কিন্তু যদি দেশী মদের উপর মাতুল বাড়াইয়া দেওয়া হয়, তাহা হইলে দোকানদার দোকান ছাড়িয়া দিতে পারেন ; মাম্বল কমিয়া গেলে কলেক্টর সাহেব ইচ্ছা! করিলে লাইসেন্স ক্যামৃসেল করিয়াও দিতে পারেন কিন্তু এইরূপ স্ব ইচ্ছায় ত্যাগ করিলে বা কলেক্টর