পাতা:আবকারস্‌ হ্যাণ্ডবুক.djvu/৩৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১২ অবকারস হ্যাণ্ডবুক । ১•। পাচই, চরস, সিদ্ধি ও মাজনের লাইসেন্স লইলে ক্রয়ের সময় এক মাসের টাকা অগ্রিম দিতে হয়। বোঃ ১৮ ১১ । বিজ্ঞাপন মত লাইসেন্স ভিন্ন ভিন্ন দফায় নিলামে তোলা হইবে। যিনি কিনিবেন তাহাকে তৎক্ষণাৎ ঐ লাইসেন্সের ব৷ একের অধিক হইলে ঐ সকল লাইসেন্সের অগ্রিম দেয় টাকা জমা দিতে হইবে। ২৫ টাকার অধিক হইলে এবং লোক বিশ্বাসী ও পরিচিত হইলে কলেক্টর সাহেব, র্তাহার নিকটে যে ছাপান হ্যাগুনোট আছে, নগদ টাকার পরিবর্তে তাহাতে সই করাইয়া লইতেও পারেন। কিন্তু ঐ হ্যাগুনোটের টাকা পর দিবস ৪টার মধ্যে দিতে হুইবে না দিলে লাইসেন্স আবার বিক্রয় হইবে। এবং ক্ষতি হইলে আদালতে র্তাহার নামে নালিস হইয়। ক্ষতি পূরণ হইতে পরিবে। পরিচিত ও বিশ্বাসী লোক না হইলে অগ্রিম দেয় টাকা তৎক্ষণাং দিতে হইবে; দিতে না পারিলে লাইসেন্স আবার সেই দিন বা অন্য দিন নিলাম করা হইবে। যে টাকা দিতে পরিবে না তাহাকে আর ডাকিতে দেওয়া হইবেন এবং নিলামের স্থান পরিত্যাগ করিতে বলা হইবে । বোঃ ১১ ১২ । পরে লাইসেন্সের লিখিত মত টাকা মাসে মাসে দিতে ন পারিলে তৎক্ষণাৎ লাইসেন্স ক্যামৃসেল হইবে ও দোকান পুনর্ব্বার বন্দোবস্ত করা হইবে। বো: ২২ দোকানের নাম এবং যে সময়ের টাকা পাঠান হইল তাহ স্পষ্ট ক্ষরিয়া লিখিয়া দিবেন। বোড়ের সারকিউলার নং ৮ मौर्छ ०४४७ ©