পাতা:আবকারস্‌ হ্যাণ্ডবুক.djvu/৩৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Σ' ερ আবকারসূ হাণ্ডবুক । ২ । হোল সেল বিক্রয়ের জন্য ৫০ টাকা বার্ষিক দিতে হয়। যিনি লাইসেন্স দেন তাহার এলাকার বাহিরে মদ বিক্রয়ের ইহ। দ্বারা সাধারণতঃ সত্ব হয় না। তবে ভ্রমণকারী ব্যবসায়ী যাহারা মদ সঙ্গে সঙ্গে লইয়া বিক্রয়ের জন্য বেড়ায় তাহাদিগকে কলেক্টর ১৮৭৮ সালের ৭ আইনের ১২ ধারা মতে কেবল হোলসেল লাইসেন্সের বিক্রয়ের অনুমতি দিতে পারেন। লাইসেন্সের পৃষ্ঠে যে যে জেলায় বিক্রয় হইবে তাহ লিখিয়া দিতে হইবে । এবং সেই সকল জেলার কলেক্টরদিগকে সংবাদ দিতে হইবে । ৩। কলিকাতার খুচরা বিক্রয়ের লাইসেন্স লইলে যদি দোকানে বসিয়া দেশীমদ ও রম খাইবার লাইসেন্স না থাকে তাহা হইলে তথায় কাহাকে বসিয়া খাইবার জন্য মদ বিক্রয় কনিতে পারা যায় না বা এক পাইট বোতলের কমও বিক্রয় করিতে পারা যায় না। কলিকাতার বহিরে এ নিয়ম চলিত নই। হোলসেল ও রিটেল দুই প্রকার বিক্রয়ের লাইসেন্স একই ব্যক্তি লইতে পারেন । ৪ । কলিকাতার আবগারি সুপারিন্টেণ্ড ও মফঃস্বলে কলেক্টর সাহেবগণ কলিকাতায় বৎসরিক ২০০ ও মফস্বলে ১০০ টাকর লইয়। হোটেলের জন্য লাইসেন্স দেন। টাকা তিন মাস অন্ত অগ্রিম দিতে হয়। ককিকাতায় হোটেল খলিতে ইচ্ছ। করিলে অগ্রে পুলিসের ডেপুটি কমিসনার সাহেবের সার্টিফিকেট প্রয়োজন । *

  • (ক) কলিকাতায় ১ম ও ২য় শ্রেণী হোটেল আছে, খাজনা একই, তবে ১ম শ্রেণীতে বড় বাড়ীতে ও ২য় শ্রেণী তদপেক্ষা