পাতা:আবকারস্‌ হ্যাণ্ডবুক.djvu/৪২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অবকারস হাগুরুক। నీల్క్రి ৩ । ইহার জন্য যে কোন ব্যয় পড়িবে তাহ ধিনি মর স্থানান্তরিত করিতে চাহেন তাহাকে দিতে হইবে । (:द् ६ १ so দিয়া স্থানান্তরিত করিতে পারা যাইবে ; কিন্তু ঐ মদ মনুস্তুষার পানের সম্পর্ণ অনুপযুক্ত হওয়া চাই। . খ। এই আইনের ১ ধারানুসারে উপরিল্লিখিত কার্বের জন্য ব্যবহার্ষ্য মদ স্থানান্তর কপিবার পূর্ব্বে উহা মনুষ্যেব সম্পর্ণ অনুপযুক্ত হইয়াছে কিনা ইহা জানিবার ও ধাধা করিতে হুইবে ; যদি না হইয় থাকে তবে যে মদ লইতে চাহে ত হার ব্যয়ে সেই রূপ করা ইহবে; ও মামুল স্থির করিবার জন্য, রেভিনিউ বোর্ড বা স্থানিয় গবর্ণমেণ্টের কর্তৃক ক্ষমতাপন্ন প্যন্সি সময়ে সম্ময়ে নির্দিষ্ট হইবে। গ । উক্ত আইনের ২ ধারা মধ্যে যে সকল বিধান হইবে তাঙ্গার বিরুদ্ধে কোন কার্য্য করিলে ম্যাজিষ্টারের* নিকট বিচাব হইয়। ১০ টাকা পর্য্যন্ত জরিবান হইতে পা:িবে। ঘ। যে মদ মনুয্যের পানের সম্পর্ণ অনুপযুক্ত বলিয়: ভটখানা হইতে বাহির হইয়া যাইবে তাহ যে কেহ পুনর য় মনুষেrব পানের উপযোগী করিবার জন্য চেষ্টা করিবে বা যে চেষ্টা করে তাহাকে সাহায্য করিলে তাহার ১০. ০ টাকা পর্যন্ত জরিবান হইতে পারবে। এবং যাহার নিকট এরূপ মদ থাকিবে তাহার ৫০০ টাকা পর্য্যস্ত জরিবান। হইবে । مه o e ঙ পূর্ব্ব দুই ধারানুসারে জরিবান হইলে যদি তাঙ্ক।