পাতা:আবকারস্‌ হ্যাণ্ডবুক.djvu/৪৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২২ আবকারস হাণ্ডবুক । ৪ । এক সময়ে এক ব্যক্তিকে বোর্ডের বিশেষ অনুমতি ভিন্ন ১০০ গ্যালনের অধিক এই মদিরা দেওয়া হইবে না । বোঃ ৮ t ৫ । কালেক্টর কারণ না দর্শাইয়া লাইসেন্স দিতে অস্বীকুত হইতে পারেন। অন্যত্র লইয়া এই মদ ব্যবহার কুরিলে লাইসেন্সে ঐ বাটীর নাম লেখা থাকিবে এবং লাইসেন্সে লিখিত বাটীতেই কেবল ব্যবহৃত হইতে পরিবে ; তথায় আবগারি কর্ম্মচারিরা ইচ্ছা করিলে পরিদর্শন করিতে যাইতে পরিবেন। বোঃ ৯ । ১০ • ৬ । এই রূপে পানের অনুপযুক্ত মদ কোন ক্রমে সালফিউরিক ইখর, কোরাফর্ম্ম ও ক্লোরা হাইড্রেট ভিন্ন অন্য কোন صمم مصاص-سمسمعه আদায় না হয় তবে দ্রব্যাদি ক্রোক ও বিক্রয় করিয়া আদায় হইবে। • চ। যদি জরিবান তৎক্ষণাৎ না দেওয়া হয় তাহা হইলে দ্রব্য ক্রোকের পরওয়ানা যে স্থানে ও যে সময় নিরূপীত হয় তথায়ু ও সেই সময় উপস্থিত হইবার জন্য জামিন না দিতে পরিলে ম্যাজিষ্ট্রেট অপরাধীর হাজতে রাখিতে পারেন। ছ। যদি ক্রোকের পরওয়ানা ফিরিয়া আসিলে এবং অপরাধীর কথায় প্রমাণ হয় যে তাহার জরিবানার টাকা উঠিবার মত দ্রব্যাদি নাই তাহা হইলে ম্যাজিষ্ট্রেট অপরাধিকে দাওয়ানি জেলে পাঠাইতে পারেন । ৫০ টাকা হইলে দুই মাস পর্য্যস্ত, ১০০ টাকা হইলে ৪ মাস পর্য্যন্ত ও তদছিক হইলে ৬ মাস পর্য্যন্ত জেল হইতে পারে।