পাতা:আবকারস্‌ হ্যাণ্ডবুক.djvu/৫৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

○ ჯუ v. আবকারস্ হাণ্ডবুক । পঞ্চদশ পরিচ্ছেদ । গজিলাউঠা মাদক দ্রব্য তাড়ি ও পচাই । ১ , খেজুর, তাল ইত্যাদি গাছের টাট কী বা গাজল। উঠা রসের নাম তাড়ি। কাহারও নিকট চারি সেরের অনধিক থাকিলে বা খেজুর রস কেবল গুড় প্রস্তুত করিবাৰ জন্য থাকিলে তাহার লাইসেন্স লইতে হইবে না ; কিন্তু নিকটস্থ স্থানে বিক্রয়ের জন্য গাজলাউঠ বা গাজলাউঠ নহে এরপ রস বিক্রয় করিতে হইলে লাইসেন্স আবশুক। বোঃ নিঃ ২ ২ । টাটক রস যে সময়ে লোকে ব্যবহার করিয়া থাকে সেই সময়ে অনধিক ৫ টাফা ফি লইয়া কালেক্টর বিক্রেতাকে পাস দিতে দিতে পারেন কিন্তু ইহাতে দোকানদার কোনক্রমে তাড়ী নিজ দোকানে জমাইয়া রাখিয়া গাজল। ভুলিয়৷ বিক্রয় করিতে পরিবেন না। বোঃ ৩ ৩। জুড়ি ও পাচই বিক্রয়ের জন্য নিলাম ডাকে কালেক্টর লাইসেন্স দেন ; মাসিক এক টাকা ফির কম দেওয়া হয় না। কখন কখন "ফিক্সড লাইসেন্স ফিতেও লাইসেন্স দেওয়া হয়। বোঃ ৪