পাতা:আবকারস্‌ হ্যাণ্ডবুক.djvu/৬১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

go অবকারস্ হ্যাণ্ডবুক । ১০ । দুগ্ধ, স্কৃত এবং চিনির সহিত মিশ্রিত গজ বা সিদ্ধিকে মাজন হলে । গাজা গাছের ফুল ও পাতা হইতে যে আট বাহির হয় তাহাকে চরস বলে। বোঃ ১০ সপ্তদশ পরিচ্ছেদ গজার চাস গুদাম চালান ও বিক্রয় । ১ । ১৮৭৮ খৃষ্টাব্দের ৭ অধিনের ৩৫ ধারানুসারে নিয়লিখিত বিধান ধার্ঘ্য হইয়াছে। ২ । কঁাচ গাজা গাছ ঔষধের বা অন্য উদেশ্ব ব্যবহৃত হইতে পারে ; কিন্তু নেসার জন্য নিম্নলিখিত নিয়ম ব্যতিরেকে কোনক্রমে ব্যবহৃত হইতে পারিবে না । ৩ । যে গাজার চাস কবিতে চাহে তাহার গাজার মহলের কার্য্যাধক্ষের (Supervisor) নিকট লাইসেন্সের জন্য প্রথম লিখিত দরখাস্ত করিতে হইবে । দরখাস্তে নিজনাম, ধাম, জমির পরিমাণ ক্ষেত্রের চতুঃসীম, এবং যে গ্রামে ঐ ক্ষেত্র আছে ঐ গ্রামের নাম লিখিয়া দিতে হইলে । দরখাস্ত জুলাই মাসে বা তাহার পূর্ব্বে দিতে হইবে । কোন আপত্তি নী থাকিলে কলেক্টরই লাইসেন্স দিবেন এবং ঐ লাইসেন্স