পাতা:আবকারস্‌ হ্যাণ্ডবুক.djvu/৭৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অবকারসূ হ্যাগুৰুক । | 43 না হইবে ততক্ষণ সেই মাল খুলিতে, মাপ বা ভাগ করিতে কেহই পারিলে না। কিন্তু এই পরীক্ষা কালেক্টর সাহেবের নিকট মাল পৌছা সম্বাদ পৌছিবার সাত দিবসের মধ্যে হইবে। ৮ । প্রিতেfটভ অফিসার পরিক্ষা করিয়া যদি মাল কম দেখেন তলে তাহা অবিলম্বে কলেক্টর নিকট রিপোর্ট করিবেন । - ৯ । অফিম, মাদকদ্রব্য কিম্ব কুড়ি গলর্ণমেণ্টের ৪র্থ fপপি র ছ ও জ লিখিত ব্যক্তি ব্যতিত আর কেহ আমদানি কটিতে পারিবে না । রপ্তানি । ১০ । নিম্নলিখিত ব্যক্তি ও স্থানে আফিম মাদকদ্রব্য, কিম্ব ঢে fড় রপ্তানি হইতে পারিলে । ( ১ ) গবণমেণ্ট নিজ কার্য্যের জন্য পরিবেন . ( ২ ) ৪র্থ বিধির ছ ও জ উল্লিখিত ব্যক্তিগণ ও পরিবেন। ( ৩ ) ৫ হইতে ৮ বিধি অনুসারে চন্দন নগর গবর্ণমেন্টের শাসনাধীন স্থানে রপ্তানি হইতে পারিবে। ( s ) এই বিধির নিয়মানুসারে কলিকাতার বন্দর হইতে ও রপ্তানি হইতে পরিবে । ১১ । কলিকাতা হুইতে আফিম সমুদ্রপথে চালান হইতে পারে । যদি গবর্ণমেণ্টের নিকট বোর্ড কর্তৃক প্রকাগু নিলামে ক্রয় করা হয় এবং যদি বোড়ের পাস বা সীটিফিকেট থাকে তাহ