পাতা:আবকারস্‌ হ্যাণ্ডবুক.djvu/৮৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আবকারস হ্যাণ্ডবুক । §t ছাড়িতেছে তাহা হইলে তাহাকে এই দণ্ড হইতে মাপ করিতে পারেন । গঃ নিঃ ৩৬ ইজারা ! ৩১। বোর্ডের ধার্য্য मर्ड কলেক্টর সাহেব নিলাম ডাকে বা অন্যমতে অনূ্যন ৫ বৎসরের জন্য কোন নির্দিষ্ট স্থানের খুচরা বিক্রয়ের লাইসেন্স ফি আদায়ের ইজারা দিতে পারেন। ইজারার পাটার যুক্তি আদি বোর্ডের নির্দেশানুসারে হইবে । এইরূপ ইজারা লইলে ইজারদার নিজে সকল প্রকার মাদক দ্রব্য প্রস্থত করিতে পরিবেন কিন্তু আফিম কলেক্টরের অফিস হইতে লইতে হইবে । ক্রোড়পত্রস্থ কর্ম্মের মত ইজারা পত্র দেওয়া হইবে । গঃ নিঃ ৩৭ ৩২। বোর্ড যেরূপ সময় সময় ফর্ম্ম নির্দেশ করবেন, সেই ফর্ম্মে ইজারাদারকে তিনি যে সকল লাইসেন্স দিবেন তাহার হিসাব দিতে হইবে । গঃ মিঃ ৩৮ ৩৩। কলেক্টরের হস্তে এরূপ লাইসেন্স সম্বন্ধে সমস্ত ক্ষমতা থাকিবে। ইচ্ছা করিলে তিনি যখন তখন লাইসেন্স ক্যানসেল করিতে পাfরবেন কিন্তু যদি বিনা দোষে করেন তবে ক্ষতি পূরণ করিবেন। গঃ নিঃ ৩১ ৩৪। লাইসেন্স বা ইজারার, সময় অতিক্রাস্ত হইলে যদি কোন বিক্রেতা বা ইজারদারের আপন আফিম, মাদক দ্রব্য