পাতা:আবকারস্‌ হ্যাণ্ডবুক.djvu/৯১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Qo অবকারস্ হ্যাগুবুক । (ছ) অফীন বিক্রয় করিবে না। ৫ ধারা স্থানীয় গবর্ণমেন্ট মন্ত্রিসভাধিষ্ঠিত শ্রীযুত গবর্ণর উক্ত বিষয়ের অনুমতি জেনরল সাহেবের অনুমতি গ্রহণ দেওনার্থ বিধি করিবার ক্ষম- পূর্বক সময়ে সময়ে স্থানীয় গেজেটে উণর কথা । জ্ঞাপনপত্র প্রকাশ করিয়া স্বীয় শাসনাধীন তাবদেশে কিম্বা নুির্দিষ্ট কোন অংশের মধ্যে সম্যকৃপ্রকারে বা মাহুল দেওনের নিয়মে বা অন্য কোন নিয়মে নিম্নলিখিত সকল কি কোম কার্য্যের অনুমতি দেওনার্থ, এই আইনের সহিত সক্ষত বিধি করিয়া ঐ ঐ কর্য্যেয় লিধান করিতে পারবেন। ( ক ) পোস্তের চাষ করণ । (খ ) আফীন প্রস্তুত করণ । ( গ ) আফীন নিকটে রাখণ । (খ ) আফীন চালান করণ। ( e ) আফীন আমদানী কিম্ব রপ্তানী করণ ; (চ) আকীন বিক্রয় করণ ও আকীনের খুজর বিক্রয়ের উপর যে মাতুল আদায় হইতে পারে ত:হার ইজারা দেওন । পরন্তু সামুদ্রীয় কষ্টম বিষয়ক যে লাইন ষৎকালে প্রচলিত থাকে তদনুসারে বা তৎক্রমে বা ৬ ধারাক্রমে আমদানী করা খে অফীনের উপর মামুল ধার্য্য আছে সেই আফীনের উপর উক্ত কোন বিধিক্রমে কোন মাসুল আদায় হইবে না। ৬ ধারা। ব্রিটনীয় ভারতবর্ষে কিম্বা তদন্তৰ্গত কোন