পাতা:আবকারস্‌ হ্যাণ্ডবুক.djvu/৯৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আৰকারস হ্যাণ্ডবুক । १६ এই আইনমতে জৰা করিবার অনুমতি হইলে, ষে কর্তৃপক্ষ জব্দ করিবার নিপত্তি করেন তিনি জৰী করণ দণ্ডের পরিবর্তে যত অর্থদণ্ড উচিত বোধ করেন, জব্দ হইবার যোগ্য দ্রব্যের স্বামীকে স্বেচ্ছামতে ঐ অর্থদণ্ড দিবার অনুমতি দিতে পারিবেন। এই আইনের বিপরীত অপরাধ করা গেলেও যদি অপবধিকে জানা না যায়, কিম্বা তাহার উদ্দেশ্য পাওয়া না शाग्न, কিম্ব আফান কোন ব্যক্তির অধিকারে না থাকিয়াও যদি তদ্বিষয়ের হম্বোধজনক সন্ধান পাওয়া যাইতে না পারে, তবে জিলার কলেক্টর সাহেব কিম্বা ডেপুটী কমিশুনর, কিম্বা স্থানীয় গবর্ণমেন্ট এতংকার্য্য পক্ষে অন্য যে কার্য্যকারককে ক্ষমত। প্রদান করেন তিনি স্বয়ং কিম্বা আপন পদের সত্বহেতুক সেই বিষয়ের অনুসন্ধান লইয়া নির্ণয় করবেন, ও জদ কৰুিবার আজ্ঞা করিতে পারিবেন । কিন্তু যে বিষয় জব্দ করিবার কল্পমা থাকে তাহ ধৃত করণের তারিখ অবধি একমাস গত না হইলে, ও ঐ দ্রব্যের উপর কোন ব্যক্তিদের স্বত্বের দাওয়া থাকিলে তাহাদের কথা স্লা শুনিয়), ও তাহারা আপনাদের দাওয়ার পোষকতায় প্রমাণ উপস্থিত করিলে সেই প্রমাণ না শুনিয়া, জন্স করিবার আজ্ঞা করিতে হইবে না। ১৩ ধারা । স্থানীয় গবর্ণমেণ্ট মন্ত্রিসভাধিষ্ঠিত শ্রীযুক্ত গবর্ণর নিম্নলিখিত বিষয়ের বিধি জেনরল সাহেবের অনুমতি গ্রহণু প্রণয়ন করিবার ক্ষমতার পূর্বক সময়ে২ স্থানীয় গেজেটে জ্ঞাপন কথ1। পত্র প্রকাশ করিয়া এই আইনের সঙ্গত মতে নিম্নলিখিত বিষয়ের বিধি প্রণয়ন করিতে পারিবেন। छक रूद्री जवा विजयानि (क) ७ई आईनशङ छक्ष कब्रा করণের । সকল বিষয় বিক্রয়াদি করণের ও