পাতা:আমার জীবন.djvu/১০০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

b● আমার জীবন তখন আমি সকল লোককে বেশ দেখিতে লাগিলাম। আমাকে ধরিয়া বাহিরে আনিতেছে, তাহাও আমি বেশ দেখিতেছি । আমার এই চক্ষু মুদ্রিত রহিয়াছে, তাহ পর্যন্ত আমি দেখিতেছি। আমাকে যখন ঘর হইতে বাহিরে আনিল, তখন আমার মাথাটা উহাদিগের হাত হইতে ঝুলিয়া পড়িল । তখন সেই স্থানে আর একটি লোক দাড়াইয়াছিল, সে লোকটি তাড়াতাড়ি গিয়া দুই হাত দিয়া আমার মাথাটা ধরিল, তাহাও আমি বেশ দেখিতেছি । পরে আমাকে লইয়া আঙ্গিনার মাটিতে শোয়াইল । কি আশ্চর্য! আমি আপনি মরিয়াছি, আবার আপনি কি প্রকারে সকল দেখিতেছি । তখন আমার চতুর্দিকে বেড়িয়া সকলে মহাশব্দ করিয়া কান্না আরম্ভ করিল। আমার বড় ছেলেটি আমার এক পাশে বসিয়া হাটুর মধ্যে মাথা চাপড়াইয়া কাদিতে লাগিল, আর তাহাকে ধরিয়া তাহার পিসী কাদিতে লাগিল । আমার মেজো ছেলেটি মাটিতে পড়িয়া কাদিতে লাগিল । আমার আর আর ছেলেগুলি কঁাদিতেছে বটে, কিন্তু তাহারা ছোট ছোট, তাহাদিগকে লোকে কোলে করিয়া রাখিয়াছে । বাটীর কর্তাটি ঘরের দ্বারে বসিয়া জিজ্ঞাসা করিলেন, মোলো না কি, তবে যাক । আর ঐ আঙ্গিনাপোরা লোক তাহারা সকলেই কাদিতেছে। আমাকে ঐ আঙ্গিনাতে মাটিতে শোয়াইয়। রাখিয়াছে। ঐ বাটীর গোমস্ত ঠাকুর হরিমোহন শিকদার কখনও ঐ বাটীর মধ্যে আসিতেন না, এবং আমিও র্তাহাকে দেখি নাই । সেই ঠাকুরটি তখন আমার এক পাশে বসিয়া একবার মাথায় হাত দিয়া দেখিতেছেন, একবার বুকে হাত, একবার মুখে হাত দিয়া নাড়িতেছেন, আর কাদিতেছেন । আর বলিতেছেন, হায় হায় কি হইল, মা আমাদের ছেড়ে গেলেন। ঐ প্রকার তিনিও কাদিতেছেন। আর কর্তাটি "হরিমোহন বলিয়া এক একবার ডাকিতেছেন, আর র্তাহার চক্ষে দর দর করিয়া জল পড়িতেছে, তাহাও আমি দেখিতেছি। কি আশ্চর্য । সকল ঘটনাই আমি দেখিতেছি, আর আমার নিজের দেহ পড়িয়া রহিয়াছে, তাহাও আমি দেখিতেছি। আমার চক্ষু মুদ্রিত