পাতা:আমার জীবন.djvu/১০১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আমার জীবন b" রহিয়াছে, তথাপি আমি এই সকল ব্যাপার স্পষ্ট দেখিতেছি । তখন জ্ঞান হইতেছে যে, আমি ইহাদিগকে সাম্বন করি, আমার জন্য সকলে এত কষ্ট পাইতেছে, কিন্তু সেটি পারিতেছি না। কি জন্য যে পারিতেছি না, তাহাও বুঝিতে পারি না। এই অবস্থায় কিঞ্চিৎ কাল গত হইল। বস্তুতঃ আমার যে কি হইয়াছে তাহা আমি বুঝিতে পারিতেছি না । অনন্তর আমার চৈতন্ত হইল । তখন বোধ হইল, যেন আমি নিদ্রা হইতে জাগিলাম, আমার শরীর বেশ সবল হইল, আমি মুখেও কথা কহিতে পারিলাম, হাত-পা গুলাও আমার বশ হইল। আমি দেখিলাম, মাটিতে শুইয়া আছি । তখন বলিলাম, আমাকে বাহিরে আনিয়াছ কেন ? আমার মুখের কথা শুনিয়া এবং আমাকে সজ্ঞান দেখিয়া সকলে যৎপরোনাস্তি সন্তুষ্ট হইয়া বলিতে লাগিলেন, ঘরের মধ্যে ভারি গরম হইয়াছিল, এজন্য তোমাকে বাহিরে বাতাসে আনা হইয়াছে, এই বলিয়া সকলে আমাকে প্রবঞ্চনা করিয়া পরে ঘরে লইয়া গেল । সে যাহা হউক, আমি আপনি এ প্রকার সমুদয় ঘটনাগুলো কেমন করিয়া দেখিলাম। কি আশ্চর্য ? আমি আপনি আপনাকে কৃতার্থ বোধ করি । বাস্তবিক আমার নিকটে এ বিষয়টি বড় আশ্চর্যজনক । কিন্তু লোকের নিকট বলিতে আমার কিছু লজ্জা বোধ হয়— কেহ পাছে মনে করেন, এ কথা বিশ্বাসের যোগ্য নহে, এ মিথ্যা কথা । বাস্তবিক আমি যথার্থ বলিতেছি, আমি যাহা সত্য দেখিয়াছি, তাহাই বলিলাম । চতুর্দশ রচনা তুমি জগতের পিতা জগজ্জননী। জগতে তোমারে সবে দিচ্চে জয়ধ্বনি ॥ *७ श्रृंक्रौ छौव छठु चूहांवद्र छन्नभ । যথাশক্তি পালিতেছে তোমার নিয়ম ॥