পাতা:আমার জীবন.djvu/১০২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ህyb” আমার জীবন তব কৃপাবলে জ্ঞান পেয়ে যত নরে । কেন তব আজ্ঞা তারা শিরেতে না ধরে । তাই বলি ধিক্ ধিক্ মানব সকল । পশুর অধম হ’লে পেয়ে জ্ঞানবল । প্রকাশ্ব ভূত দৃষ্টি লোকে বলে ভূত নাই, ভূত আবার কেমন । আমিও তাহাই ভাবিতাম, কিন্তু বাস্তবিক তাহা নহে, যথার্থই ভূত আছে। এক দিবস আমি যাহা দেখিয়াছিলাম, বোধ করি সেইটাই ভূত হইতে পারে। এক দিবস আমি বেল প্রহর খানেকের সময় স্নান করিতে যাইতেছি। আমাদের বাটীর দক্ষিণদিকে একটা বাগান আছে। সেই বাগানে প্রবীণ প্রবীণ তেঁতুল গাছ আছে। আমি স্নান করিতে যাইব, ইতিমধ্যে ঐ বাগানের মধ্যে গিয়া সেই তেঁতুল গাছের তলায় দাড়াইয়াছি। ঐ তেঁতুল গাছের সম্মুখে একটা বাবল গাছ আছে ; সেই গাছের একটা ডাল একদিকে হেলিয়া পড়িয়াছে । সে স্থানে অধিক জঙ্গল নাই, তুই একটা ছোট ছোট গাছ তাছে মাত্র। দিবাভাগে আমি যেমন ঐ গাছের দিকে তাকাইয়াছি, অমনি দেখিলাম, সেই গাছের হেলিয়া-পড়া ডালখানির উপরে একটা কুকুর শুইয়া রহিয়াছে। সে কুকুরটাকে যেন ঠিক মানুষের মত দেখাইতেছে। ঐ গাছের সঙ্গে সংলগ্ন হইয়া কুকুরটার পেটটা রহিয়াছে। আর ঐ গাছের দুইদিকে কুকুরটার হাত-পাগুলো ঝুলিয়া পড়িয়াছে। ঐ হাত পায়ে বেশ রাঙ্গ শাখা ঝলমল করিতেছে। আমি দেখিয়া একেবারে অবাক হইয়৷ এক দৃষ্টে ঐ কুকুরের পানে চাহিয়া রহিলাম, আর আমি মনে মনে ভাবিতে লাগিলাম, এ কি আশ্চর্য কাও দেখিতেছি । গাছের উপরে কুকুর শুইয়া রহিয়াছে, ইহাই ত আশ্চর্য, আবার কুকুরের হাতে শাখা ঝলমল করিতেছে । কুকুরের হাতে শখ, এমন আশ্চর্য ব্যাপার কাহার কখনও দেখা দূরে থাকুক, কেহ শুনেও নাই। আমি ঘণ্টাখানেক পর্যন্ত একপৃষ্টে সেই কুকুরের দিকে তাকাইয়া থাকিলাম। কুকুরটা