পাতা:আমার জীবন.djvu/১১৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

> * 8 আমার জীবন এই ভারতবর্ষে আসিয়া আমি অনেক দিন পর্যন্ত বাস করিলাম । হে প্রভু মদনগোপাল, তোমার চরণে কোটি কোটি প্রণাম । আমার অপরাধ ক্ষমা করিবে । আমি তোমাকে ভাকিতে জানি না । হে নাথ, আমি তোমাকে চিনি না, তোমার মহিমা আমি কি জানিব ? আমার জীবনে আদি অন্ত যে পর্যন্ত আমার স্মরণ আছে, আমি মনে মনে ভাবিয়া বেশ করিয়া দেখিলাম, আমার মন, আমার শরীরের রোমে রোমে তোমার দয়া প্রজ্বলিত হইয়া প্রকাশ পাইতেছে। হে কৃপাসিন্ধু মদনগোপাল, তুমি নিজগুণে দয়া করে এই অধিনীর প্রতি সদয় হইয়া আমার জীবনে মরণে সম্পদে বিপদে রক্ষণাবেক্ষণ করিতেছ, এবং অহরহঃ আমার সঙ্গে আছ । ওহে নাথ দয়াময়, তোমার দয়ার তুলনা নাই, আমাদের এমন যে হৃদয়বন্ধু আছেন, আমি নরাধম চিনিলামনা। এমন বন্ধু থাকিতে র্তাকে একবার স্মরণও করি না, আমি এমনি হতভাগ্য নরাধম । পঞ্চম রচনা হে প্রভু মদনগোপাল কাঙালের ঠাকুর । নির্ধনের ধন তুমি দয়ার সাগর। তুমি হে ব্রহ্মাণ্ডপতি পতিত পাবন। পতিতের গতি তুমি ব্রহ্ম-সনাতন ॥ ও পদ ভজনহীন আমি দুরাচার । অধমভারণ নাম জানা যাবে এইবার। কখন কোথায় নাথ কোন ভাবে রহ । কে তোমার জানিতে পারে যদি না জানাহ ॥ প্রেম নাহি, ভক্তি নাহি, শক্তি নাহি আর । তোমাকে জানিতে নাথ কি সাধ্য আমার ॥ তুমি প্রভু কর্ণধার জগতের গুরু। মনোবাঞ্ছা পূর্ণ কল্প বাঞ্ছাকল্পতরু ॥ यांण वछ ऊङ्ग भढ़ किडूहे ना जॉनि । অক্টের অনুেক আছে আমার কেৰল তুমি ।