পাতা:আমার জীবন.djvu/১২১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আমার জীবন » • a সাধ ছিল বেঁধে ভেলা, পার হ’ব হেলে হেলা, থাকিল তাহা মাথায় তোলা । ধাকৃতে পিতা কৃপাসিন্ধু, কিনতে এলাম রসসিন্ধু, ঐ দোকানে তোলা তোলা । রাসমুন্দরীর ভাগ্যগুণে, মন ভুলেছ ঐ দোকানে, ধন খুজতে গেল বেলা । গীত মনের বিপাকে পলি, সেই মাকাল ফলে ভুলে রলি । দয়াময় পিতা কৃপাসিন্ধু, কৃপাসিন্ধু ছেড়ে রসসিন্ধু কিনতে এলি । মনরে বিপাকে পলি ॥ এই ভবের বাজারে আসিয়া আমি চক্ষু উন্মিলিত করিয়াই ঐ মনোহারীর দোকান দেখতে পেলাম । তখন কি আর অন্ত কথা মনে করিবার সময় থাকিল ? তখন যেদিকে তাকাই সেইদিকেই ঐ মনোহারীর দোকান, চতুর্দিক সব ঝলমল করিতেছে। এই ভবের বাজারে যেদিকে তাকাইতে লাগিলাম সেই দিকেই মনোহারীর দোকান দেখতে পেলাম। ঐ মনোহারী দোকান দেখিয়া আমার আশ্চর্য বোধ হইল। তখন মনে ভাৰিলাম এই ভূমণ্ডলে মনোহারী দোকান ভিন্ন উত্তম পদার্থ বুঝি কিছু নাই। ঐ সকল আশ্চর্ব কাগু দেখিয়া আমার মন এককালে মোহিত হইয়া পড়িল । আমিও ঐ মনোহারী দোকান একখানি পাতিয়া বেশ করিয়া সাজাইয়া ঘটা করিয়া বসিলাম । এই রত্নপূর্ণ ভারতবর্ষ, এই ভারতবর্ষে কত শত অমূল্য রক্কের খনি রহিয়াছে, কত দরিদ্র ঐ রত্ন কিঞ্চিৎ সঞ্চিত করিয়া মহাজন হইয়া বসিয়াছে। সেই ভারতবর্ষে আসিয়া আমি ৮৮ বৎসর পর্যন্ত আছি, এত দিবস কি কাজ করিয়াছি ? ঐ মনোহারী দোকানেই বসিয়া আছি । ছি রে ছি! এই মায়া পিশাচীর দাসত্ব কর্মে নিযুক্ত হইয়া ৰিষের भ८ॐ *ांख्नेिब्रां पञांभांग्न जैौदमब्रङ्ग क्रग्न कब्रिब्राहि । हांब्ररञ्च झांब्र, पत्रांभांद्र