পাতা:আমার জীবন.djvu/১২৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

X, X e আমার জীবন এদিকে আমার দশটি পুত্র দুইটি কস্তা, এই বান্ধটি সন্তান জন্মিয়াছে। এই বারটি সন্তান প্রতিপালনের ভার আমার প্রতিই সম্পূর্ণ রহিয়াছে । সেই বাটীর মধ্যে চাকরাণী আছে নয় জন। তাহারা সকল লোকই বাহিরের লোক । ঘরে কাজ-করা লোক নাই, কাজ-করা একমাত্র আমি আছি। ঐ বাটীর ষে কর্তাটি ছিলেন, তিনি স্নান পূজা সাঙ্গ হইলেই অন্ত কিছু খাওয়া ভালবাসিতেন না। ভাত পাইলেই সন্তোষ হইয়া খাইতেন । তজ্জন্ত সকালে পাকের দরকার হয় । ঐ সকলগুলো কাজ আমি একা করিয়াছি। প্রাতঃকালে পাক করিয়া ছেলেদের খাওয়ান, পরে স্নান করিয়া মদনগোপালের ভোগে যাহা যাহা দরকার, সে সমুদায় সংগ্রহ করিয়া দিয়া পরে শাশুড়ী ঠাকুরাণীর যাহা যাহা লাগিবে সে সমুদায় তাহার সম্মুখে রাখিয়া পরে পাকের ঘরে যাইতাম । আগে কর্তার পাক রান্ধা হইত, পরে অন্তান্ত পাক হইত। ঐ সংসারের যত কাজ ঐ সকলগুলো কাজ আমি এক করিতাম। আমার মনের ভাব যেন কেহ কোনমতে অসন্তোষ नों इग्न । হে প্রভু দয়াময়, তুমি এই অধিনীর প্রতি সদয় হইয়া এতই শক্তি দিয়াছিলে । আমি দশ জনার কাজ একাই করিতাম, ইহাতে আমার পরিশ্রম বোধ হইত না। হে প্রভু কৃপাসিন্ধু, হে দীনের বন্ধু হরি, তুমি যেন আমার শরীর পাষাণ দিয়া বেঁধে দিয়াছিলে । তোমার দয়ায় আমার শরীরের রোগ বালাই কিছু ছিল না। এক্ষণে সেই শরীরের অবস্থা যে প্রকার হইয়াছে কিঞ্চিৎ বলি । সবম রচল চলিতে শকতিহীন জীর্ণ কলেবর । দাড়াইলে চতুর্দিকে দেখি অন্ধকার। সেই শল্পীয়ে অকস্মাৎ বিধি বিড়ম্বন । হন্ত পদ পূর্বের মত চলিতে চাহে না।