পাতা:আমার জীবন.djvu/১৩৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১20 আমার জীবন হে অধিকারী মহাশয়, আমি যদি রোগাচ্ছন্ন হইতাম, তাহা হইলে ৮৮ বৎসর পর্যন্ত আমার উখানশক্তি থাকিত না, শয্যাগত হইতাম । তাহা হইলে আমার জীবনমৃত্যু হইত। হে নাথ দয়াময়, হে তুর্কলের বল, হে বিপদভঞ্জন, হে অধমতারণ, তুমি এই অধিনীর প্রতি সদয় হইয়া ৮৮ বৎসর আমাকে নিরাপদে জীবিত য়াথিয়াছ! আমার শেষ কাণ্ডে তুমি কি কাগু করিবে তাহা তুমি জান । হে গৌরকিশোর, আমার অন্ত বিষয় যাহা কর সে ভাল, কিন্তু আমার শেষের সময় নিজগুণে দয়া করে শ্রীচরণে স্থান দিতে হবে। চতুর্দশ রচনা কলিযুগ করি ধন্ত, নবদ্বীপে অবতীর্ণ, সাঙ্গ পাঙ্গ গৌরাঙ্গসুন্দর। আর কি ভাব উদয় মনে মায়াপুরে তুলসী বনে, হয়েছে হে গৌরকিশোর ! নবদ্বীপ ত্যজ্য করি, সন্ন্যাসীর বেশ ধরি, জগন্নাথ ছিল অধিষ্ঠান, তাহাতে করিয়া কুহ, নিগমে গোপনে রহ, বেদ বিধি না পায় সন্ধান । তুমি না জানালে জানে, কে আছে এ ত্রিভুবনে, ছিন্ন ভিন্ন হইল মেদিনী, জীৰে হ’য়ে কৃপাবান শমনে করিতে ত্রাণ, নিজগুণে প্রকাশ আপনি । কিশোর কিশোরী রূপ, মায়াপুরে অপরূপ, পুনরপি হয়েছ যুগল, হেরিয়ে ভকতগণ, আনন্দে হ’য়ে মগন, কালে, নাচে, বলে হৱিৰোল।