পাতা:আমার জীবন.djvu/২৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

3 G আমার জীবন দিকে চাহিয়া দেখি আ গুন জ্বলিতেছে । আমরা আরও দৌড়িয়৷ যাইতে লাগিলাম । তখন আমরা কি পর্যন্ত বিপদগ্রস্ত হইলাম তাহা বলা যায় না । আমরা আতঙ্কে কঁাপিতে লাগিলাম । নদীর কূলে যে স্থানে আমরা আছি, সে স্থান সমুদয় শ্মশান । খাট, গদি, বালিস, চাটাই, বঁাশ, কাঠ ইত্যাদি সকল ভিন্ন ভিন্ন হইয়। পড়িয়া আছে । তন্মধ্যে আমরা তিনজন ভিন্ন আর লোক নাই । ইতিমধ্যে দাদা বলিলেন, দেখিতেছি, এ সকল শ্মশান, মড়ার বিছান। পড়িয়া আছে । ঐ মড়ার নাম শুনিবামাত্র আমার অত্যন্ত ভয় হইল । সে ভয় যেন হা করিয়া আমাদের গ্রাস করিতে আইল, এই মত জ্ঞান হইতে লাগিল । আমরা তিন জনে প্রাণভয়ে কাদিতে লাগিলাম । এই সময়ে আমার মনে হইল, মা বলিয়াছেন, ভয় হইলে দয়ামাধবকে ডাকিও ৷ তখন আমি বলিলাম, দাদা ! দয়ামাধবকে ডাক । তখন আমর। তিন জন দয়ামাধব ! দয়ামাধব ! বালয়। উচ্চৈঃস্বরে ডাকিতে লাগিলাম, আর র্কাদিতে লাগিলাম । তখন আমাদের কান্না যে কেহ শুনিবে, সে এমন স্থান নহে ! এদিকে নদী, ওদিকে প্রজ্বলিত অগ্নির ভীষণধ্বনিতে কর্ণ বধির হইতে লাগিল ; মমুষ্যের কলরব এবং পরস্পরের কান্নায় পরস্পরে দুঃখসমুদ্রে নিমগ্ন হইতে লাগিল। তখন আমাদের কান্না কে শুনে ! যেখানে আমরা আছি, সেখানে মমুস্থ্যের সমাগম নাই । তখন আমাদের যে কি প্রকার ভয় উপস্থিত হইল, তাহা বলিতে পারি না । তখন আমরা তিন জনে ভয়ে কাদিতে কাদিতে মৃতপ্রায় হইলাম । আমাদের কঁাপিতে কঁাপিতে এই মাত্র ধ্বনি মুখে ছিল দয়াময় ! দয়াময় ! ঐ নদীর অপর পারে কয়েক ঘর লোকের বসতি। তাহার কয়েকজন ঐ আগুন দেখিয়া এ পারে আসিতেছে । ঐ নদীর এক জায়গায় অল্প জল ছিল, তাহার। সেই জায়গা দিয়া হাটিয়া পার হইল। পরে এ পারে আসিয়া আমাদের কান্না শুনিয় একজন বলিল, এ নদীর কুলে কাহার ছেলের কান্না শুনি। আর একজন বলিল, ওরে।