পাতা:আমার জীবন.djvu/৩৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আমার জীবন 을 তখন ব্যাকুল মনে, ভক্তিভাবে প্রাণপণে, তোমারে ডেকেছি অবিশ্রাম । অগ্নি এসে কোলে করি, নিবারি নয়নবারি, পূর্ণ করিয়াছ মনস্কাম ॥ সঙ্গে সঙ্গে আছ সদা, পড়িলে বিপদে কদা, হস্ত ধরি করেছ উদ্ধার । অতুল করুণা তব, ভূলিয়া আছি সে সব, ধিক্ ধিক্ জীবন আমার ॥ আর র্কাদিতে পারি না । ইতিমধ্যে ঘোরতর নিদ্রায় অচেতন হইয়া পড়িলাম, পরে কোথ। গিয়াছি, তাহার কিছুই জানি না । পর দিবস প্রাতে জাগিয়া দেখিলাম, আমি এক নৌকার উপরে রহিয়াছি । আমার নিকট আমার আত্মীয়বর্গ কেহই নাই, আর যত লোক দেখিতে লাগিলাম ও ষত লোকের কথা শুনিতে লাগিলাম, তাহার মধ্যে একজন লোকও চিনি না এবং কাহাকেও কখন দেখি নাই তখন আমি কাদিতে লাগিলাম আর ভাবিতে লাগিলাম, আমায় মা কোথা রহিলেন, আমার পরিবারগণ বা কোথায় রহিল, গ্রামের প্রতিবাসীগণ যাহারা আমাকে বিস্তর স্নেহ করিতেন, তাহার। কোথা গেলেন, আমার খেলার সঙ্গিনীগণ বা কোথা রহিল, আমি বা কোথা যাইতেছি । এই ভাবিয়া আমার হৃদয় এককালে বিদীর্ণ হইয়া যাইতে লাগিল । এই প্রকার ভাবিয়া ভাবিয়া কাদিতে লাগিলাম ! আমার কান্না দেখিয়া ঐ নৌকার সকল লোক আমাকে সাম্বন৷ দান করিতে লাগিল । উহাদের সাস্বনাবাক্য শুনিয়া, আমার বাটীর সকলের স্নেহের কথা মনে পড়িয়া, আমার মনের খেদ যেন উথলিয়৷ উঠিল । আমার চক্ষের জল একবারে শতধারে পড়িতে লাগিল, কিছুতেই রক্ষা হয় না। কাদিতে কঁাদিতে আমার প্রাণ শ্বাসগত হইল, আর র্কাদিতেও পারি না। আমি কখনও নৌকাতে চড়ি নাই, আমার এজস্ত ঘুরও লাগিল। তখন আমি এ-সকলের আশায় নিরাশ হইয়া মনে মনে পরমেশ্বরকে ডাকিতে লাগিলাম। তখন আমার মনে