পাতা:আমার জীবন.djvu/৪৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আমার জীবন পঞ্চম রচনা প্রভু পরাৎপর পরম ঈশ্বর, অনাদি অনস্ত যেই । সে ধন সাধন কর ওরে মন, পরম কারণ সেই ॥ হইয়া মগন, ডুবেছে ল্পে মন, অগাধ বিষয়-নীরে । নাই তার কুল, হায় একি ভুল, ভুলিয়া রয়েছে তারে ॥ জানিহ নিশ্চিত, আছে রবিসুত, বিস্মৃত হয়েছ কেন । জেনে কি জান না, সব প্রবঞ্চনা, পতি সুত ধন জন ॥ নিজ পরিবার, ভাবি আপনার, পালিছ জনম হতে । শমন-ভবন, করিলে গমন, কেহই থাকে না সাথে ॥ মিছা ধন জন, করিছ,যতন, সকলি পড়িয়া রবে । ভেবে দেখ মন, একাই এসেছ, একাই যাইতে হবে । এসেছ এ ভবে, যfহার প্রভাবে, যেতে হবে তারি পাশে । তবে কেন মন, ভুলিলে এখন, বন্দী হয়ে মায়াপাশে ॥ মন তোরে অতি, করি রে মিনতি, যেও না এ মায়া পথে ।