পাতা:আমার জীবন.djvu/৬১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আমার জীবন 8 ר আমার যে অপরাধ সংখ্যা নাহি তার । জানিতে পারি না কিসে হব ভব পার ॥ দেখিতেছি তব দয়া অসীম অতুল । ভরসা হতেছে তাই পাব বুঝি কৃল। কিন্তু হায় যখন ভাবিয়া দেখি চিতে । জানি না সরল মনে তামারে ডাকিতে ॥ তখন হাদয়ে হয়ে চিন্তাই প্রবল । আমীরে কর হে নাথ নিতান্ত বিহবল ৷ অকৃল সমুদ্র হেরি বিষাদিত মন । রক্ষ কর এ বিপদে বিপদভঞ্জন ॥ থাকি৩ে তুমি গো পিতা ডাকিব কাহাকে । কাহারি বা সাধ্য আছে রক্ষা করিবারে। দয়াময় নাম তব দয়ার সাগর । তবে কেন দুঃখে এত হয়েছি কাতর। বলবুদ্ধিহীন আমি না সরে বচন । তরঙ্গে তরণী হয়ে দেহ দরশন। সহে ন সহে না নাথ বিলম্ব সহে না । রাসমৃন্দরীর দুঃখ হেরি প্রকাশ করুণ ॥ হে পিতঃ । রাজাধিরাজ রাজরাজেশ্বর ! আমি এমন রাজার কন্যা হইয়। কেনই বা দুঃখিনী হইব । রাজার মেয়ে দুঃখিনী এ কথা কি সম্ভব হয় ? কিন্তু পিতঃ ! মাতাপিত নিকটে না থাকাতে মাতৃহীন সস্তান যেমন মনোদুঃখে থাকে, আমিও তোমার আদর্শনে অহরহঃ তেমনি দুঃখে ভাসিতেছে । এই প্রকারে আমি চিন্তা করিয়া করিয়া পড়িতে শিখিয়াছি, তখন আমার বয়ঃক্রম পচিশ বৎসর। এই পচিশ বৎসর আমার এই প্রকার অবস্থাতে গত হইয়াছে। ইতিমধ্যে আমার পূর্বের বাল্য অবস্থা সকল পরিবর্তিত হইয়া যায়। আমার শরীর বাল্যভাব পরিবর্তন করিয়া যৌবনৰেশ ধারণ করিয়াছে এবং মনও বাল্য অবস্থা পরিবর্তন করিয়া