পাতা:আমার জীবন.djvu/৬৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আমার জীবন (2\o জগতজীবন তুমি জগতের সার। দোহাই দোহাই প্রভু দোহাই তোমার ॥ আমি যদি আপনার নিন্দিত কর্ম বলিয়া, কিছু গোপনে রাখিয়া থাকি, তাহা তুমি প্রকাশ করিয়া দাও । আমার যে কথা স্মরণ ন থাকে, তাহা তুমি আমাকে স্মরণ করাইয়া দাও । আমি যে প্রবঞ্চনা করিয়া কোন কর্ম করিব কিম্বা কথা বলিব, এমন চেষ্টা আমার কখনই নাই । তবে যদি কোন কারণে মনের ভ্রমক্রমে হয়, তাহা তুমি ভাল করিয়া দাও ; আমার মন যেন কখনও তোমার নিয়মের বিরুদ্ধে কর্ম না করে । হে পিতঃ পরমেশ্বর ! আমার মনের ভাবটি যখন যেমন হইয়া উঠে, তাহা সকলি তুমি জানিষ্টেছ, অধিক আর কি বলিব । লিখিতে জানি না আমি গর্দভের প্রায় । যে কিঞ্চিৎ লিখি নাথ তোমারি কৃপায় ॥ যাহা কিছু মুখে বলি যা ভাবি অস্তরে । সকলি তোমারে প্রভু পাইবার তরে। আমার যেমন দশ বারটি সস্তান হইয়াছিল, তেমনি যদি উহাদিগের চরিত্র মন্দ হইত এবং সকলে মন্দ বলিত, তাহা হইলে আমার ভারি কষ্ট ভোগ করিতে হইত। ঈশ্বরেচ্ছায় আমার সে সকল কষ্ট ভোগ করিতে হয় না, বরং লোকের মুখে উহাদিগের প্রশংসা শুনিয়া এবং সত্য ব্যবহার দেখিয়া, মন আরও প্রফুল্লই হয় । যাহা হউক, আমার শরীরের অবস্থা, মনের ভাব, যখন যে প্রকার হইয়াছিল, তাহা সমুদয় আমি ব্যক্ত করিয়া বলিব । লোকে বলে সংসার সমুদ্র । সে সমুদ্রই বটে, কিন্তু সংসারের সঙ্গে সমুদ্রের তুলনা করিয়া দেখিলে, সংসার তরঙ্গ হইতে সমুদ্রের তরঙ্গ বোধ হয় জয়ী হইতে পারে না, সময়ে সময়ে তুল্যই হয়। সে যাহা হউক, সেই সমুদ্র-লহয়ী মধ্যে পরমেশ্বর আমাকে স্বচ্ছন্দচিত্তে মহাসুখে রাখিয়াছিলেন । সময়ে সময়ে আমার যদিও অত্যন্ত বিপদ ঘটিয়াছিল, তথাপি আমার মনের এত প্রফুল্ল ভাব ছিল যে, ঐ সকল মহাবিপদে আমাকে এককালে অবসন্ন করিতে পারে নাই । সে সামান্ত বিপদ নহে, যাহার নাম পুত্র-শোক । সেই শোক